জয়পুরহাট সদর উপজেলায় দুই সন্তানের জননী দেলোয়ারা বেগমকে মারপিটের পর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী রেজাউল করিম।
রোববার মধ্যরাতে উপজেলার কমরগ্রাম পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলকে আটক করেছে।
নিহত দেলোয়ারা বেগম উপজেলার হোপেরহাট এলাকার মৃত আলেফ মণ্ডলের মেয়ে। আর ঘাতক রেজাউল করিম একই উপজেলার কমরগ্রাম পশ্চিমপাড়ার ইলিয়াস মণ্ডলের ছেলে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, রেজাউল করিম বেকার। এ কারণে স্ত্রীকে নিয়ে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।
এরই জের ধরে রোববার রাত ১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে বেদম মারধর করেন রেজাউল। পরে মুখে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে।
খবর পেয়ে সোমবার ভোরে পুলিশ দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী রেজাউলকে আটক করে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অশোক পাল।