সনি ডিএডিসি’র অফিসিয়াল বিপণন ও পরিবেশনা অংশীদার ক্রেইন্স লিমিটেড চালু করেছে আর্টিস্ট স্প্রেড প্লাটফর্ম। এটি হলো বাংলাদেশি শিল্পীদের জন্য স্থানীয় ও বিশ্বব্যাপী সংগীত পরিবেশনার একটি প্লাটফর্ম। এর সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলস ও বাপ্পা মজুমদার। আর্টিস্ট সেপ্রডের তত্ত্বাবধানে সনি ডিএডিসি ও ক্রেইন্স তিনজন শুভেচ্ছাদূত নির্বাচন করেছে। যাদের দু‘জন জনপ্রিয় আর একজন নবীন শিল্পী। নবাগতকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেছে ক্রেইন্স। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সলো শিল্পী নির্বাচিত হয়েছেন বাপ্পা মজুমদার। আর ব্যান্ডের মধ্যে আছে মাইলস। এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, বাংলাদেশের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যাবে সনি ডিএডিসির মাধ্যমে। এরকম ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এদিকে আগামী অক্টোবরে প্রতিষ্ঠানটি প্রকাশ করবে বাপ্পার একক ইপি (তিন গানের অ্যালবাম)। এতে শাহান কবন্ধের লেখা তিনটি মৌলিক গানের পাশাপাশি একটি প্রচলিত লোক গান থাকবে। আগামী দু’বছর সনি ডিএডিসি থেকে বেশকিছু গান প্রকাশ হবে বাপ্পার। আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিকের একটি কার্যক্রম সনি ডিএডিসি। এর মাধ্যমে বাংলাদেশি শিল্পীরা তাদের গান পরিবেশনার জন্য ভারতের তিনটি ও বিশ্বের ২০০টি পরিবেশক প্লাটফর্ম বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকবে অনলাইন, মোবাইল, ই-কমার্স, স্ট্রিমিং ও খুচরা বিক্রয় সেবা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.