বলিউডে তার অভিষেক ছবি ছিল ‘আশিকি’। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির মাধ্যমেই দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন অভিনেত্রী অনু আগারওয়াল। মিউজিক্যাল ব্লকবাস্টার থেকে নায়িকাকে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রি। এর পর ‘কিং আঙ্কেল’, ‘গজব তামাশা’র মতো ছবি দিয়ে বলি ক্যারিয়ার আরও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৯৯৬ সালে তার অভিনীত সর্বশেষ ছবি ‘রিটার্ন অফ জুয়েল থিফ’ মুক্তি পায়। কিন্তু বাধা আসে ১৯৯৯-তে। এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কোমায় চলে যান অনু। প্রায় একমাস মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তিও ছিলেন। ২৯ দিন কোমায় থাকার পর তার জ্ঞান ফিরে। পরে সুস্থ হয়ে উঠলেও বলিউডে আর ফেরেননি। ৪৭ বছর বয়সী অনু এখন বিহারে থাকেন। বিয়ে করেননি। একাই থাকেন। আর এই সিঙ্গেল স্ট্যাটাসটা বেশ এনজয়ও করেন। নিজে ইয়োগা অভ্যাস করেন নিয়মিত। এমনকি ইয়োগা ক্লাসও করেন। ২০১৫-তে তিনি আত্মজীবনী লিখেছিলেন। যাতে ছিল তার দুর্ঘটনা, কোমায় যাওয়া ও বলিউডের জার্নিও। কিন্তু আর কখনোই ইন্ডাস্ট্রির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখেননি এই অভিনেত্রী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.