কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, বুধবার মীর কাসেম আলীকে রায় পড়ে শুনানো হয়েছে। তার আত্মীয়-স্বজন দেখা করে গিয়েছেন। তিনি আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন তার মতামত জানানোর জন্য। বৃহস্পতিবার সকালে তাকে ফের জিজ্ঞাসা করলে বুঝতে পারব তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
কারা মহাপরিদর্শক বলেন, যেহেতু মীর কাসেম সাহেব এই কারাগারে আছেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্যই কারাগারে আসা। এখানকার লাইটিং থেকে শুরু করে সব কিছু পর্যাপ্ত আছে কি না তাও দেখতে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: মিজানুর রহমান, কারগার ১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার নাশির আহমেদ প্রমুখ।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, স্বাভাবিকভাবে মারসি পিটিশনের করার জন্য কিছু যৌক্তিক সময় ওনাকে দিতে হবে। স্বাভাবিকভাবে একজন লোক সহসা মন্তব্য করতে পারেন না। বৃহস্পতিবার সকালবেলা তাকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে ওনা অবস্থাটা বুঝতে পারব।
ফাঁসি কার্যকর কাশিমপুর কারাগারে হবে কিনা-এ প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
যৌক্তিক সময় কত টুকু এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করবে উনি যখন যে উত্তর দিচ্ছেন, সেটার ওপর। ওনাকে আর কতটুকু সময় দেয় উচিত। উনি যখন সময় চাইবেন এর পেছনে ওনার একটা যুক্তি থাকতে হবে। যদি আমরা মনে করি সেটা যুক্তি সংগত। সেটা সমস্যা সমাধানের জন্য কতটুকু দরকার। আমরা তখন নির্ণয় করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তজার্তিক অপরাধ ট্র্যাইবুনালে জন্য আলাদা আইনে এটা বিচার হয়েছে। এ ক্ষেত্রে মারসি পিটিশনের বিষয়টি একদম ক্লিয়ারলি ম্যানশন করা নাই। আমাদের সাধারণ অন্যন্য বন্দিদের ক্ষেত্রে বা অন্যান্য রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিনের সময় পেয়ে থাকেন। আমরা ধরে নিতে পারি সেই হিসেবে সর্বোচ্চ সাত দিন সময় দেয়া যেতে পারে। আমরা আশা করছি ওনার মতামত আরো আগে পাব।
কারাগার প্রস্তুত আছে কিনা সে ব্যাপারে তিনি বলেন, কারাগার তার উপর অর্পিত যে সমস্ত দায়িত্ব আছে সব কাজ সম্পাদনের জন্য সব সময় প্রস্তুত থাকে। এর জন্য আলাদা কোন প্রস্তুতির প্রয়োজন হয় না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.