মাস্টার্স ক্রিকেট কার্নিভালে জমে উঠেছে সাবেক ক্রিকেটারদের লড়াই। বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে উৎসবে মাতোয়ারা সোনালী অতীতের ক্রিকেটাররা। বৃষ্টির কারণে প্রথম দিন একটি মাত্র ম্যাচ মাঠে গড়ালেও দ্বিতীয় দিন সারাদিনে পাঁচটি ম্যাচ মাঠে গড়ায়। সাবেক ক্রিকেটারদের অনেকেই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বেশ বড় ভূমিকাই পালন করছেন। এর মধ্যে সবার চোখ তিন পরিচালক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দূর্জয়ের দিকে। তাদের সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সহযোগী নির্বাচক হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ শিপন। বোর্ডের বড় দায়িত্ব পালনের পাশাপাশি এখনও যে ক্রিকেট ভোলেননি যেন সেই লড়াইয়ে ব্যস্ত তারা। নান্নু বলেন, ‘আমাদের সব চেয়ে বড় বিষয় ছিল জীবিকার কারণে বিভিন্ন পেশায় ব্যস্ত থাকা ক্রিকেটারদের এক ছাতার নিচে আনা। সেটিতে আমরা সফল। এখন এই কার্নিভালের আয়োজকরা এটিকে আরো সমৃদ্ধ করবে বলেই মনে প্রাণে আশা করি।’ অন্যদিকে মাঠের লড়াই গতকালই উৎসব থেকে বাদ পড়েছে আকরাম খানের ইস্পাহানি চিটাগাং। এছাড়াও দ্বিতীয় দিনেই ছিটকে পড়েছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের দলও। কনফিডেন্স ঢাকা মেট্রো, জেবি ঢাকা ডিভিশন, জেমকন খুলনা ও এক্সপো অল স্টারস আজ কার্নিভালের শেষ দিনে খেলবে সেমিফাইনাল। গতকাল জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন ও ইস্পাহানি চিটাগংয়ের ম্যাচের মূল চিত্র। দুই ইনিংস মিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে প্রায় ১০ বার। অবশেষে ধৈর্যের এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঢাকা ডিভিশন। চিটাগাংকে ২১ রানে হারিয়েছে নাঈমুর রহমান দূর্জয়ের দল। এছাড়াও স্টেডিয়ামের দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান তোলে ঢাকা। ২৫ বলে ১টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন রাশিদুল হক সুমন। এছাড়া সানোয়ার ১৭ ও অপি করেন ১৪ রান। চিটাগাংয়ের পক্ষে ২৪ রানে ৩টি উইকেট আহসান উল্লাহর ও ২টি শিকার হুমায়ূনের। ৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঁচ উইকেটে ৭১ রান করতে সক্ষম হয় চিটাগাং। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া ওয়াসেল উদ্দিন ১৬ ও আকরাম খান করেন ১১ রান। ঢাকার পক্ষে সাইফুল ইসলাম, দিপু রয়, আনিসুর রহমান, জাকির হোসেন ও মনিরুল ইসলাম তাজ ১টি করে উইকেট পান। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকার রাশিদুল। সকালের অপর ম্যাচে অলস্টারের কাছে দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খালেদ মাসুদ পাইলটের রেনেসাঁ রাজশাহী। তখনও বেঁচে ছিলো আকরামদের সেমিফাইনালের আশা। তবে দিনের শেষ ম্যাচে জেমকন খুলনার কাছে ২৫ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বিসিবি পরিচালক আকরামের চট্টগ্রাম। বিকালের অপর ২টি ম্যাচের মধ্যে একটিতে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে জয় পেয়েছে ঢাকা বিভাগ, অপরটিতে অলস্টারকে ২৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের ঢাকা মেট্রো। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ। আজ সকালে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.