কদিন আগের কথা। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন আঁচল। খুলনা থেকে ঢাকায় এসে কষ্ট করে ‘সুলতানা বিবিয়ানা’ ছবির ডাবিংও শেষ করেছেন। তবে হঠাৎ থমকে গেল তার ছবি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে না এটি। এই খবর পাওয়া মাত্র আঁচলের মন ভেঙে যায়। কারণ ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি। এ প্রসঙ্গে আঁচল বলেন, আমার কপালটাই খারাপ। কত আশা করেছিলাম এই ঈদে ছবিটি মুক্তি পাবে। আমি অনেকটাই নিশ্চিত ছিলাম ছবিটি মুক্তি পেলে ঈদে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করত। তবে এই ছবিটির একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি রয়েছে। আর ছবির নায়ক বাপ্পি চৌধুরী অসুস্থ থাকার কারণে তা শেষ করা সম্ভব হয়নি। তাই ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুর দিকে যেভাবে ব্যস্ত সময় কাটিয়েছিলেন তেমন ব্যস্ততা এখন নেই আঁচলের। কয়েক মাস বিরতির পর সম্প্রতি দুটি নতুন ছবির কাজ করেন তিনি। ছবি দুটি হচ্ছে তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ এবং হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’। এ প্রসঙ্গে আঁচল বলেন, এখন তো আগের মতো কোনো তারকা চলচ্চিত্রে তেমন ব্যস্ত নেই। এখন পেশাদার প্রযোজকরা চলচ্চিত্রে নেই। অনেকে ব্যবসা পরিবর্তনও করেছেন। তাই কাজ করা তেমন হচ্ছে না। এদিকে এরইমধ্যে সিলেটে তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির কাজ করেছেন এই আঁচল। এ ছবিটি নিয়ে তিনি বলেন, এখানে আমার চরিত্রের নাম নাবিলা। ভালোবাসার মানুষকে ঘিরে দুই সৎ বোনের কাহিনী রয়েছে এ ছবিতে। এখানে আমি একটু গুণ্ডা প্রকৃতির মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম আপু। বেশ ভালো হয়েছে কাজটি। আরও কিছু দৃশ্যের কাজ বাকি রয়েছে আমার। ‘দাগ’ ছবির গল্প লিখেছেন কামাল আহমেদ এবং সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন স্বনামধন্য গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। আর এ ছবিতে আমার ও মিম আপুর বিপরীতে কাজ করছেন নায়ক বাপ্পি চৌধুরী। কদিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটির প্রথম টিজার। এটি প্রকাশের পর থেকেই ইউটিউব মাতিয়ে রেখেছে। অন্যদিকে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি নিয়ে আঁচল বলেন, এ ছবিতে গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। আমার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এখন অন্য কোনো ছবির কথা ভাবছি না। আমার ভাবনাজুড়ে শুধুই ‘সুলাতানা বিবিয়ানা’। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। গত ঈদে আঁচল অভিনীত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ মুক্তি পায়। এ ছবিতে শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করেন। বর্তমানে হাতে নতুন কোনো ছবি নেই আঁচলের। তাই বেশ দুশ্চিন্তায় সময় কাটছে তার। ক্যারিয়ারের শুরু থেকে এ যাবৎ আঁচল অভিনীত বেশকিছু উল্লেখযোগ্য ছবি মুক্তি পেয়েছে। সেসব ছবিতে শাকিব খান, আরিফিন শুভ, ইমন, বাপ্পিসহ অনেক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভুল’, ‘জটিল প্রেম’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘স্বপ্ন যে তুই’, ‘আড়াল’ ইত্যাদি। সবশেষে আঁচল বলেন, আমার হাতে এখন কোনো কাজ নেই। তাই নতুন ছবির সন্ধানে রয়েছি। তবে ভালো গল্পের ছবি ছাড়া কাজ করতেও ইচ্ছে করে না। আঁচল আরো বলেন, ঈদ এবার খুলনায় গ্রামের বাসাতেই ঈদ করব। তবে ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পেলে হয়তো হিসাবটা আলাদা হতো। সবই আমার কপাল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.