হাসপাতালের বিছানায় শুয়ে গিটার বাজিয়ে গান গাইলেন লাকী আখন্দ। এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকের দেয়ালে ঘুরছে। ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার’- কুমার বিশ্বজিতের গাওয়া এ তুমুল জনপ্রিয় গানটির সুরকার লাকী আখন্দ। হাসপাতালের বিছানায় শুয়ে সম্প্রতি এ গানটিই গাইলেন তিনি। এরই মধ্যে ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে লাকীকে। সেখানে তাকে দেখার জন্য প্রতিদিনই যাচ্ছেন তার ভক্তরা। বাদ যাচ্ছেন না সংগীতাঙ্গনের মানুষেরাও। সবাই গিয়ে লাকীকে অনুপ্রেরণা ও সাহস যোগাচ্ছেন। আর কিংবদন্তি এ শিল্পী সবার সঙ্গেই হাসিমুখে কথা বলছেন, মাঝে মধ্যেই গুনগুনিয়ে উঠছেন। সম্প্রতি হাসপাতালে লাকীর গিটার বাজিয়ে গান গাওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। এটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আহমেদ ফেরদৌস নামে লাকীর একজন ভক্ত আছেন ভিডিওটিতে। ফেরদৌস জানান, সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ২৩শে সেপ্টেম্বর একটি কনসার্ট করা হবে লাকী আখন্দের চিকিৎসার সহায়তায়। এতে বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করবেন অনেকে। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.