আজকেই অনুষ্ঠিত হবে হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্ক। আর তাতে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন বিল ক্লিনটনের সাবেক প্রেমিকা জেনিফার ফ্লাওয়ারসকে। জেনিফার নিজেও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেই জানিয়েছেন। এই নির্বাচনে তিনি ট্রাম্পকেই সমর্থন করবেন বলেও জানিয়েছেন। এ খবর দিয়েছে বৃটিশ পত্রিকা গার্ডিয়ান। খবরে বলা হয়, জেনিফার ফ্লাওয়ারস এক সময় ছিলেন মডেল। সাবেক প্রেসিডেন্ট ও চলমান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের স্বামীর সঙ্গে তার ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক। আশির দশকের সেই সম্পর্ক বিছানাতেও গড়ায়। আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টিভি বিতর্কে সেই জেনিফারকেই দর্শকদের প্রথম সারিতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। শনিবার টুইটারে সেই আমন্ত্রণের জবাব দিয়েছেন জেনিফার। লিখেছেন, ‘হাই ডনাল্ড। তুমি জানো, আমি তোমার পাশেই আছি। আমি অবশ্যই বিতর্কের সময় হাজির থাকব।’ নয় বছর আগে হিলারি ক্লিনটন প্রথম যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য লড়েছিলেন, তখন অবশ্য জেনিফারের অবস্থান এমন ছিল না। ওই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণার সময় ২০০৭ সালে জেনিফার বলেছিলেন, আমি নারী বলে আরেকজন নারীকে সমর্থন দেয়ার বিকল্প নেই। কিন্তু এবারের নির্বাচনে সমর্থন দেয়ার জন্য হিলারির বদলে ট্রাম্পকেই বেছে নিয়েছেন বিল ক্লিনটনের সাবেক এই প্রেমিকা। তবে টিভি বিতর্কে তাকে ট্রাম্পের আমন্ত্রণের পিছনের কারণ হিসেবে মনে করা হচ্ছে মার্ক কিউবানকে। কিউবান নিজেও একজন ধনকুবের। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক সুখকর নয়। সেই কিউবার বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি প্রথম টিভি বিতর্কে দর্শকসারির শুরুর দিকেই থাকবেন। এর জবাবে ট্রাম্প প্রথম নিয়ে আসেন জেনিফার ফ্লাওয়ারসের প্রসঙ্গ। তিনি লিখেন, কিউবানের মতো ব্যর্থ নির্বোধ যদি সামনের সারির আসন পায়, তবে আমি সম্ভবত তার পাশে জেনিফার ফ্লাওয়ারসকে বসাবো। তার পরই আসে জেনিফারের টুইট। তাতেই নিশ্চিত হয়, প্রথম টিভি বিতর্কে থাকছেন জেনিফার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.