আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়মে শাস্তি পেলেন সাব্বির রহমান। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে বাংলাদেশের এ তরুণ ব্যাটসম্যানের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি প্রথম খেলোয়াড় হিসেবে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তাকে ২ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ঘটনা আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। ইনিংসের ৪৫তম ওভারের পঞ্চম বলে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাব্বির রহমান। আউটের সিদ্ধান্ত দেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। টিভি রিপ্লেতে দেখা যায়- বলটি আসে স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যেত। গ্যালারির দর্শকরাও শরফুদ্দৌলার ওই সিদ্ধান্তে অবাক হয়। তখন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ফেরেন সাব্বির। কিন্তু আফগানিস্তানের ব্যাটিং চলাকালে শরফুদ্দৌলার সঙ্গে বাজে আচরণ করেন বাংলাদেমের এ ব্যাটসম্যান। পানি পানের বিরতির সময় আম্পয়ারের কাছে গিয়ে সাব্বির তার আউটের ব্যাপারে প্রশ্ন করেন। শরফুদ্দৌলাকে তিনি নাকি তখন বাজে কথাও বলেন। সাব্বিরের এমন আচরণে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। সাব্বির অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এতে আলাদাভাবে শুনানির প্রয়োজন হয়নি। তবে ম্যাচ ফি’র সঙ্গে সাব্বির আইসিসি’র নতুন নিয়মে আরেক শাস্তি পেয়েছেন। সেটা হলো, আইসিসি’র কোড অব কনডাক্ট অনুযায়ী এই ধরনের আচরণের জন্য খেলোয়াড়কে ২ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। সামনের ২৪ মাসে যদি এই খেলোয়াড় আরো ২ ডিমেরিট পয়েন্ট পায় তাহলে তিনি নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। অসদাচরণের জন্য ডিমেরিট পয়েন্ট দেয়ার নিয়ম চালু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। নতুন এই নিয়মে সাব্বিরই প্রথম শাস্তি পেলেন। সাব্বির এদিন ৫ বলে মাত্র ২ রানে ফেরেন। তবে বাংলাদেশ ম্যাচটি জেতে ৭ রানে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.