ছাড়া পেয়ছেন খেলার মাঠে প্রবেশ করা ক্যাপ্টেন মাশরাফিকে জড়িয়ে ধরা সেই ভক্ত। তার সঙ্গে ছাড়া পেয়েছেন মিরপুর মডেল থানায় আটক আরো তিন ভক্ত। গতকাল রাতে মিরপুর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাতে পৌনে নয়টার দিকে তারা ছাড়া পান। মিরপুর মডেল থানার ওসি জানিয়েছেন তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাজ করবেনা বলে মুচলেকাও নেয়া হয়েছে। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সময়ে মেহেদি হাসান নামে ওই ভক্ত মাঠে ঢুকে পড়লে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে প্রথমে মাঠ থেকে বের করে নিয়ে যান, পরে ভক্তসহ তার তিন বন্ধুকে নিয়ে যাওয়া হয় থানায়। রাতভর ও গতকাল সারাদিনই তারা থানাতেই ছিলেন। মেহেদির অপর তিন বন্ধুর নাম তানভীর আহমেদ মারুফ, আয়মান আসিফ রাফি ও আবীর হোসেন। এরা সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। বাস করেন সাভারে। শনিবার খেলা শেষে থানায় নিয়ে আসার পর তাদেরকে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে শনিবার রাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে ২৯তম ওভারে তৃতীয় বল করতে দৌড় শুরু করেন পেসার তাসকিন আহমেদ। এ সময় আম্পায়ার হঠাৎই বোলিং থামানোর নির্দেশ দেন। টিভি ক্যামেরা ততক্ষণে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়া একটি দর্শকের দিকে। সবার চোখে তখন পড়লো পাগল এক ভক্তের মাশরাফির বুকে আছড়ে পড়ার দৃশ্য। মাশরাফি পরম যত্নে ভক্তকে বুকে নিয়ে ইচ্ছা পূরণ করলেন। এরই মধ্যে পেছনে ছুটে আসা নিরাপত্তাকর্মীরা কলার ধরে মাঠ থেকে নাছোড় দর্শককে বের করার চেষ্টা করলে তাতে বাধা দেন মাশরাফি। মাশরাফি নিজেই তাকে জড়িয়ে ধরে মাঠের বাইরে দিয়ে আসেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.