সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া। প্রথমটি তারা হেরেছিল আগে ব্যাট করে। আর রোববার পরে ব্যাট করে। জোহানেসবার্গে স্বাগতিকদের ৬ উইকেটে করা ৩৬১ রানের জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় ২১৯ রানে। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে একাই অস্ট্রেলিয়াকে ঘায়েল করেন কুইন্টন ডি কক। ম্যাচজয়ী ইনিংসে সেদিন এ প্রোটিয়া ওপেনার করেন ১৭৮ রান। রোববার অল্পতেই উইকেট দিলেন ডি কক। তবে এতে অজিদের স্বস্তি ছিল থোরাই। এবার চওড়া ব্যাট দেখালেন ওয়ানডাউনে নামা ফাফ ডু প্লেসি। ৯৩ বলে ১৩ চারে ১১১ রান করে আউট হন তিনি। তৃতীয় উইকেটে ডু প্লেসি আর জেপি ডুমিনি ঠিক ১৫০ রান যোগ করেন। টু ডাউনে নেমে ডুমিনি আরও মারমুখি ছিলেন। তিনি ৫৮ বলে ৮২ রান করার পথে তিনটি ছক্কা আর ১০টি চার মারেন। প্রোটিয়া অপর ওপেনার রাইলি রুসো নিজের উইকেট দেয়ার আগে ৮০ বলে ৭৫ রানের ইনিংস খেলেন এ প্রোটিয়া ওপেনার। এতে ২৫ ওভার শেষেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে ১৪৮/২-এ। জোহানেসবার্গে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ১১তম ওভারের শেষ বলে ডি কক উইকেট দেয়ার আগে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে জমা পড়ে ৭০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন টিএম হেড। আর ৫০ করেন ডেভিড ওয়ার্নার। ওয়েড আর হ্যাস্টিংস করেন ৩৩ ও ২৩। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়েইন পারনেল তিন উইকেট নেন ৪০ রানে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.