সাইফ আলি খানের মেয়ে সারার পোশাক নিয়ে কারিনা কাপুর এবং অমৃতার সিংয়ের মধ্যে নাকি ঝামেলা চলছে! এই জল্পনায় পানি ঢাললেন সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা। জানিয়ে দিলেন, আদতে কারিনার সঙ্গে নাকি কোনো ঝামেলাই হয়নি তাঁর। এমনকী মেয়ে সারাকেও পোশাক নিয়ে কিছু বলেননি তিনি। একটি সাক্ষাৎকারে অমৃতা বলেন ,‘এই মুহূর্তে আমার নামে অনেক কিছুই লেখা হচ্ছে। কিন্তু এগুলোর কোনোটাই ঠিক নয়। এই যুগের ছেলেমেয়েরা নিজের পোশাক সম্পর্কে যথেষ্ট সচেতন। আমি কখনোই ওদের ব্যাপারে হস্তক্ষেপ করি না। যদিও বা সারা এবং ইব্রাহিমকে কোনো পরামর্শ দিয়ে থাকি, তাহলেও ওরা সেটা শুনবে না বলেই আমার মনে হয়। সৌভাগ্যবশত সারা নিজেই ঠিক করেছিল যে, সে আগে নিজের পড়াশুনা শেষ করবে, তারপর বলিউডে পা রাখবে। কিন্তু সে যদি আগেই বলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে কি আমার কিছু বলার থাকত?’