সংখ্যাটা কমিয়ে দিলেও মৌসুমী এখন ছোট ও বড় দুই পর্দায়ই অভিনয় করছেন। ইচ্ছা করেই বেশি কাজ করছেন না তিনি। বলতে গেলে ভালো চিত্রনাট্য হলে বা কারো লেখা কোনো গল্প পছন্দ হলেই কেবল কাজ করেন। সালমান শাহ থেকে শুরু করে ওমর সানি, রুবেল, মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌসসহ অনেক নবীনের সঙ্গেও কাজ করতে দেখা গেছে গুণী এই অভিনেত্রীকে। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মৌসুমী খুব বুঝে-শুনে পা ফেলছেন। বিভিন্ন ধরনের গল্প প্রতিদিন হাতে এলেও সেগুলোতে তিনি অন্য অনেকের মতো হ্যাঁ বলছেন না। এই যেমন গত ঈদে ভিন্নধর্মী গল্পের একটি মাত্র টেলিছবিতে কাজ করেছেন। এর নাম ছিল ‘এ রেসিপি অফ লাভ’। এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। এতে তার সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নাঈম। এশিয়ান টিভিতে এটি গত ঈদে প্রচার হওয়ার পর দারুণ সাড়া পেয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, বেশ ভালো একটি কাজ হয়েছিল। প্রেমা গুছিয়ে কাজটি করেছে বলেই আমি ও টিমের অন্যরা এটি নিয়ে বেশ সাড়া পেয়েছিলাম। আর নাঈমের সঙ্গে কাজ করে ভালোই লেগেছে। ঈদে একটি কাজই করা হয়েছে। বেশি কাজ আসলে করতে চাই না। কাজের প্রস্তাব এলেও ভালো চিত্রনাট্যেই কেবল কাজ করতে চাই। এদিকে বর্তমানে নতুন একটি ছবিতে কাজ করছেন মৌসুমী। নাম ‘হারজিৎ’। এ ছবিতে তার বিপরীতে আছেন ওমর সানি। ছবিটি নিয়ে মৌসুমী মানবজমিনকে বলেন, এখানে আমার ছোটবোনের চরিত্রে অভিনয় করছে মাহি। আর ওর বিপরীতে আছে সজল। বেশ ভালোভাবে এগিয়ে চলছে কাজটি। গত মাসে উত্তরায় এ ছবির কাজ শুরু হয়েছে। পারিবারিক, রোমান্টিক ও অ্যাকশনের ছবি ‘হারজিৎ’। আমার বিশ্বাস দর্শক এটি গ্রহণ করবেন। অভিনয়ের বাইরে গত ২রা অক্টোবর মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় আরএফএল-এর পণ্য গ্যাস স্টোভের মডেল হিসেবে কাজ করেছেন মৌসুমী। এ যাবৎ এ তারকা বিজ্ঞাপনে মডেল হিসেবে বেশকিছু জনপ্রিয় কাজ করেছেন । তিনি তার বিজ্ঞাপন ক্যারিয়ারের শুরুর কথা নিয়ে বলেন, তখন এত বিজ্ঞাপন ছিল না। আর কাজ পাওয়াটা এত সহজ ছিল না। সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ১৯৯২ সালে মেরিলের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করি। এরপর আফজাল হোসেনের নির্দেশনায় ‘সুন্দরী প্রিন্ট শাড়ির’ কাজটি করি। কাজগুলো মানুষ এত বেশি পছন্দ করেছেন যে, এখনও অনেকের মুখে প্রশংসা পাই। এরপর তো ‘লাক্স বিউটি সোপ’, ‘তিব্বত ডিটারজেন্ট’, ‘গোয়ালিনি’, ‘আরকে সিরামিক’, ‘আরএফএল’, ‘সিমসিম বিস্কুট’সহ বেশকিছু কাজ করা হয়। দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স, সূর্য ডিটারজেন্ট ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঢালিউডের এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এখন টানা তাদের পণ্যের মডেল হিসেবে কাজ করছেন। মৌসুমী বিজ্ঞাপন নিয়ে আরো বলেন, ভালো ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি গল্প বা আইডিয়াটা ভালো হলে মানুষ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন। বিজ্ঞাপন অল্প সময়ের হলেও এটা মানুষের মনে থাকে অনেক দিন। বর্তমানে বিজ্ঞাপন শিল্প নিয়ে যারা কাজ করছেন তাদের আরো চৌকস হতে হবে। তবে এরই মধ্যে অনেকে বেশ ভালো কাজ করছেন। সবশেষে মৌসুমীর অবসরে সময় কিভাবে কাটে জানতে চাইলে বলেন, সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয় না। কাজ না থাকলে আমি বাসাতেই থাকি। আমার ছেলে ফারদিন তো দেশের বাইরে পড়াশোনা করতে চলে গেল। অবসরে ফোনে তার সঙ্গে কথা বলি, টিভি দেখি, বই পড়ি। আমি নিজে টুকটাক লেখালেখি করার চেষ্টা করি। এভাবেই সময় কেটে যায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.