সাধারণত ছোটদের মাম্পসে আক্রান্ত হতে দেখা যায়। তাই বলে বড়দের যে মাম্পস হয় না তা কিন্তু নয়। মাম্পস হলো লালাগ্রন্থির একধরনের ভাইরাস সংক্রমণে সৃষ্ট প্রদাহ। হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এর ফলে জ্বর, মাথাব্যথার সঙ্গে গলা ও কানের নিচে দুই পাশে লালাগ্রন্থি ফুলে যায়, খাবার গিলতে ব্যথা হতে পারে। কিশোর-তরুণদের মাম্পস হলে ৩০ শতাংশ ক্ষেত্রে সঙ্গে শুক্রাশয়ের প্রদাহ থাকতে পারে। সঠিক চিকিৎসা না হলে এ থেকে পরে জটিলতা হতে পারে। আবার নারীদের মাম্পস হলে একই সঙ্গে স্তনগ্রন্থিতে ব্যথা ও প্রদাহ হতে পারে। সাধারণত মাম্পস নিজে নিজেই সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন: এনকেফালাইটিস, শ্রবণশক্তিতে সমস্যা, অগ্ন্যাশয়ের প্রদাহ। গর্ভবতী নারীর মাম্পস হলে এ থেকে গর্ভপাত হওয়ারও আশঙ্কা আছে। মাম্পস হলে প্রচুর পানি খেতে হবে। মিষ্টি পানীয় বা জুস ইত্যাদি না খাওয়াই ভালো। কারণ এগুলো লালাগ্রন্থিকে উদ্দীপ্ত করে ব্যথা বাড়াবে। তরল বা আধা তরল নরম খাবার খেলে ব্যথা কম হবে। ব্যথা কমানোর জন্য বরফ বা ঠান্ডা সেঁক দিতে হবে ফোলা জায়গার ওপর। প্যারাসিটামল খাওয়া যায়। বিশ্রাম নিন। হালকা গরম লবণপানি দিয়ে গরগরা করুন। পুরুষদের মাম্পসের সঙ্গে শুক্রাশয়ে ব্যথা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হোন। ডা. আ ফ ম হেলালউদ্দিন মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ পাস্তার কোনো স্বাস্থ্যসম্মত বিকল্প আছে কি? সাধারণ পাস্তার বিকল্প হিসেবে মুগডাল, কালো শিম আর লাল চালের পাস্তা খেতে পারেন। বেশির ভাগ পাস্তাই প্রক্রিয়াজাত করা অবস্থায় বিক্রি হয়। এসবের মধ্যে বাড়তি পুষ্টি উপাদান যুক্ত থাকে। ‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয় প্রশ্নোত্তর প্রশ্ন: গোসলের পর নখ কাটতে বলা হয় কেন? উত্তর: গোসলের পর নখ নরম থাকে এবং কাটতে সুবিধা হয়। তাই গোসল করার পর নখ কাটা ভালো। ডা. মো. মনিরুজ্জামান খান চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল