কয়েকদিন ধরেই বেশ ব্যস্ততায় কাটছে চিত্রনায়ক সাইমন সাদিকের। কারণ আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘চোখের দেখা’। ছবিটি পরিচালনা করেছেন পিএ কাজল। এ ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে বিভিন্ন টিভি চ্যানেলে দৌড়ঝাঁপ চলছে তার। সেসঙ্গে একের পর এক ফটোসেশনে অংশ নেয়া তো আছেই। ছবিটিতে কাজ করতে গিয়ে স্মৃতির শেষ নেই বলে জানালেন সাইমন। সেসব প্রসঙ্গে মানবজমিনকে প্রথমেই বলেন, এ ছবির কাহিনী দর্শকের মন ছুঁয়ে যাবে। প্রথম দৃশ্যেই ক্রিকেট খেলা দেখতে পাবেন দর্শকরা। ছবিটির মাধ্যমে প্রথমবার গুণী পরিচালক পিএ কাজল ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। এ ছবিতে প্রথমবার সাইমনের বিপরীতে অভিনয় করেছেন অহনা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে সাইমন বলেন, বেশ স্মরনীয় একটি কাজ হয়েছে আমাদের। অহনার সঙ্গে অনেক ফ্রেন্ডলি অভিনয় করেছি। অভিনয় ও নাচে বেশ পারদর্শী এ নায়িকা। এদিকে বর্তমানে বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইমন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির কাজ এক ধাপ শেষ করে সম্প্রতি আরেকটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন। এ ছবির নাম ‘মায়াবিনি’। আকাশ আচার্য্যর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আইরিন। ছবিটি নিয়ে সাইমন মানবজমিনকে বলেন, কয়েকদিন আগে সোহাগপল্লী থেকে এর কাজ শেষ করে ফিরলাম। এ ছবিতে আমার চরিত্রের নাম প্রেম। একেবারেই ভিন্নধারার একটি চরিত্র। সন্ধ্যার আগে ছেলেটি বীরপুরুষের মতো ঘুরে বেড়াতে থাকলেও সন্ধ্যা নামার পর থেকে ভয় পেতে শুরু করে। তার মনে হয় ভুত-পেতিœ আছে আশেপাশে। অদ্ভুত একটি চরিত্র। ছবিটি সবাই পছন্দ করবে বলে আশা করছি। সম্প্রতি সাইমন সজল আহমেদের ‘তুই আমার’ ছবির কাজও শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন মিষ্টি জান্নাত। উল্লেখ্য, গত ১৩ই মে সবশেষ সাইমন অভিনীত এজে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। এবার মুক্তি পাচ্ছে ‘চোখের দেখা’। এ ছবির পরিচালক পিএ কাজলের সঙ্গে কাজের ভালো সখ্যতা তৈরি হবার সুবাদে তার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটির নাম রাখা হয়েছে ‘প্রজাপতি মানুষ’। সাইমন বলেন, শিশুদের গল্প নিয়ে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। এ ছবিতেও আমার বিপরীতে অহনাকে দেখবে দর্শক। সাইমন আরো বলেন, প্রতিটি ছবি থেকেই নিজেকে নতুন করে ভাবি এবং পথচলা শুরু করি। এখনও অনেক কিছু শেখার রয়েছে। নিজেকে বড় পর্যায়ে ভাবার সময় আসেনি। অভিনয়ের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের মন্দাবস্থা নিয়েও ভাবেন সাইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় সিনেমা নিয়ে শত সমস্যা থাকার পরও কিছু দর্শকতো হলে গিয়ে ছবি দেখছে। এটা পজিটিভ বিষয়। তবে সিনেমা হলের পরিবেশ, পাইরেসিসহ নানা বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে। উন্নতমানের সিনেপ্লেক্স খুব বেশি দরকার। উন্নত পরিবেশের পাশাপাশি ভালো ছবি পেলে দর্শক অবশ্যই সিনেমা হলে ফিরবে। সাইমন গত সপ্তাহে মুভি প্ল্যানেটের ব্যানারে আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে তার সঙ্গে নবাগত এক নায়িকা দেখতে পাবেন দর্শক। নাম তার তানুশা এ্যানা। খুলনার এই নবাগত সম্পর্কে সাইমন বলেন, চলচ্চিত্রে নতুন মুখের অভাব রয়েছে। আমিও এক সময় রাজু স্যারের (জাকির হোসেন রাজু) হাত ধরে চলচ্চিত্রে এসেছি। তাই নবাগতদের অভিনন্দন জানাতে চাই। নতুন এ ছবিটিও ভালো হবে বলে আশা করছি। তবে এ ছবিটি নিয়ে বেশি কিছু এখন বলতে চাই না। কারণ আমার ভাবনাজুড়ে এখন শুধুই ‘চোখের দেখা’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.