বাংলাদেশের ৮ কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকারের আগাম তারিখ বা ই-টোকেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদনের নতুন ওই ঘোষণা কার্যকর হচ্ছে। গতকাল হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতে যাওয়ার (বিমান, সড়ক বা রেলপথের) নিশ্চিত টিকিট রয়েছে এমন বাংলাদেশিদের জন্য সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা ১লা ফেব্রুয়ারি ২০১৭ থেকে সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন। ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আইভিএসি ফরমে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে ভ্রমণের তারিখ হতে হবে। এছাড়া, পরবর্তী বিস্তারিত তথ্য িি.িরাধপনফ.পড়স এই ঠিকানায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই প্রক্রিয়াটি ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। এর আগে ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয়। পরবর্তীতে ১লা জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। স্কিমটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজ করে দিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়- বিমান, সড়ক বা রেলপথে ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট থাকলে কোনো বাংলাদেশি নাগরিকের ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। ভিসা সহজীকরণের এই প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়- ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.