ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর থেকে নিয়মিত গান করে চলেছেন সাজিয়া সুলতানা পুতুল। বিশেষ করে স্টেজ প্রোগ্রাম নিয়েই সারা বছর তার ব্যস্ততা বেশি থাকে। এর পাশাপাশি নিয়মিত নিজের সুর ও সংগীতে ধারাবাহিকভাবে একক অ্যালবাম প্রকাশ করছেন তিনি। বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন। নতুন উদ্যমে এরই মধ্যে কাজ শুরু করেছেন নিজের পঞ্চম একক অ্যালবামের। তবে এবার অ্যালবামের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছেন পুতুল। তিনটি গান নিয়ে একটি অ্যালবাম করতে যাচ্ছেন তিনি। এর আগে প্রত্যেকটি অ্যালবামেই নিজের ৮ থেকে ১০ টি রেখেছেন। এবারই প্রথম তিনটি গানের ইপি করছেন। এ বিষয়ে পুতুল বলেন, অ্যালবামের কাজটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো। তবে এ মাস থেকেই নতুন অ্যালবামের কাজ শুরু করবো। যেহেতু একটি অ্যালবামের ১০ টি গানের প্রচারণা একইভাবে সম্ভব হয় না, তাই তিনটি গান নিয়ে অ্যালবাম করার এই সিদ্ধান্ত। বরাবরের মতো এর সব গানের কথা, সুর ও সংগীতায়োজন আমি নিজেই করছি। থার্টি ফার্স্টে আশা করছি এ অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। এদিকে ডিসেম্বরে এই নতুন চমকের জন্য আপাতত পুতুল পিছিয়ে দিয়েছেন নজরুল সংগীতের অ্যালবামের কাজ। তবে নজরুলের অ্যালবামটি আগামী বছরের মধ্যেই প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘শামস ফিচারিং নজরুলের পুতুল’। এর সব গানের সংগীতায়োজন করছেন শামস। এখানে থাকবে মোট ৮ টি গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-‘তোমার আমার এই যে বিরহ’, ‘আমার কোন ফুলের’, ‘দ্বিপ নিভিয়াছে ঘরে’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’, ‘নিরজনে সখি বলো বধূয়ারে’ প্রভৃতি। অ্যালবামের কাজের বাইরে চলতি বছরের প্রথম দিকেই কোরিয়া সফর করে এসেছেন পুতুল। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে গান পরিবেশন করেছেন। এ বিষয়ে পুতুল বলেন, কোরিয়ায় এটি ছিলো অভিবাসীদের সবচেয়ে বড় প্রোগ্রাম। আমরা দেশের বাইরে বাংলা কমিউনিটির জন্যই মূলত গাই। কিন্তু এবার কোরিয়ায় আয়োজিত এ কনসার্টে ১২ টা দেশের অংশগ্রহণ ছিলো। বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। খুব সুন্দর ও গোছানো শো ছিলো। খুব ভালো লেগেছে অনুষ্ঠানটি করে। এদিকে আসছে ডিসেম্বরে অস্ট্রেলিয়া এবং কোরিয়াতে শো করার কথা রয়েছে পুতুলের। দেশের বাইরের কথাতো হলো, দেশের ভেতরের কি অবস্থা? গুলশান হামলার পর থেকে নিরাপত্তার জন্য কনসার্ট কম আয়োজন হচ্ছিলো। এখন অবস্থাটা কেমন? পুতুল বলেন, আগের চেয়ে এখন পরিস্থিত ভালো। শো আগের চেয়ে ভালো আয়োজন হচ্ছে। তবে একদমই রমরমা বলা যাবে না। যেহেতু শীতের মৌসুম আসছে তাই আশা করছি স্টেজ শো’র অবস্থা আরও ভালো হবে। কারণ শিল্পী ও মিউজিশিয়ান বেশিরভাগই স্টেজ শো’র উপর নির্ভর করে। এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? পুতুল বলেন, এখন খারাপ না। ভালোর দিকেই যাচ্ছে ইন্ডাস্ট্রি। ডিজিটাল মাধ্যমে এখন গান শুনছেন শ্রোতারা। সেলফোন কোম্পানিগুলো এগিয়ে এসেছে। কোম্পানির বাইরেও অনেক শিল্পী অ্যালবাম প্রকাশ করছে বিভিন্নভাবে। আমি ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদি। কোম্পানিগুলো মেধাবী শিল্পীদের অ্যালবাম ও গান প্রকাশে সব সময় পাশে থাকবে এমনটাই আশা করবো। দীর্ঘদিন উপস্থাপনায় বিরতি নিয়েছিলেন। এখনতো আবার করছেন। কেমন লাগছে? তিন বছর পর চলতি বছরের মাঝামাঝিতে আবার উপস্থাপনা শুরু করেছি। দেশ টিভির কলের গান ফোনোলাইভ অনুষ্ঠানটি আবার উপস্থাপনা করছি। মধ্যে আমি ইচ্ছে করেই বিরতি নিয়েছিলাম। তবে এখন আবার ফিরে ভালোই লাগছে উপস্থাপনা করতে। চলতি বছরই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। বছরতো শেষ হয়ে যাচ্ছে। বিয়ের বাদ্য তাহলে বাজছে কবে? পুতুল হেসে বলেন, এ বছর আর বিয়ে করা হবে না। বছরের বাকি সময়টা গানেই ব্যস্ত থাকতে হবে। সব ঠিকঠাক থাকলে বিয়েটা আগামী বছরই হবে হয়তো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.