বিশ্বাসভঙ্গ ও হয়রানি করার অভিযাগে ডম-ইনো রিয়েল এস্টেটের চেয়ারম্যান রিজোয়ানা ইসলাম ও এমডি আবদুল সালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম মো. মাহমুদুল হাসানের আদালত থেকে এ গ্রেপ্তারি পরোয়ানা বনানী থানায় পাঠানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে। আগে গত ১০ই অক্টোবর এ মামলায় আসামি দুজন আদালতে হাজির না হওয়ায় একই বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার আরজি থেকে জানা যায়, গত ২০০৮ সালের ৪ মার্চ বাদী শামসুদ্দিন ডম-ইনো রিয়েল এস্টেটের সঙ্গে বাড়ি তৈরির চুক্তি করেন। চুক্তিতে বলা হয় বাদীর বনানীর জমিতে ডম-ইনো রিয়েল এস্টেট বাড়ি করে দেবেন। সে বাড়ি ডম-ইনো রিয়েল এস্টেট ৫০ ভাগ নিবেন বাকি ভাগ জমির মালিক নিবেন। মামলার আজিতে আরো জানা যায়, ডম-ইনো যথাসময়ে বাড়ি বুঝিয়ে দিতে না পারলে বাদীকে বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ১০ লাখ টাকা করে ভাড়া দিবেন। সে চুক্তি মোতাবেক গত ২০১০ সালের ১৪ই জুলাই বাদী জমি খালি করে দেন এবং ডম-ইনো বাড়ি তৈরির জন্য সে জমি যথাসময়ে বুঝে নেন। চুক্তি অনুসারে ডম-ইনো ২০১৩ সালের ১৩ই জুলাই বাদীকে বাড়ি তৈরি করে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। কিন্তু বাদী ওই নির্ধারিত সময়ে ডম-ইনোর কাছ থেকে বাড়ি না পাওয়ায় আসামিদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ২০১৩ সালের ৫ই ডিসেম্বর ও গত বছরের ২৫শে অক্টোবর তিন কোটি ২০ লাখ টাকা দাবি করেন। আসামিরা সে টাকা না দেয়ায় বাদী বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে আসামিরা ৪৭ লাখ টাকা বাদীকে পরিশোধ করেন কিন্তু অবশিষ্ট দুই কোটি বায়াত্তর লাখ টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। মামলার আর্জি থেকে জানা যায়, আসামিরা বাদীকে যথাসময়ে বাড়ি ও বকেয়া টাকা পরিশোধ না করায় বাদী ঢাকার মহানগর হাকিম মো. নুরু মিয়ার আদালতে এ বছরের ১৪ই মার্চ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৯, ২৭ ও ৩০ ধারায় মামলা করেন। ওই দিন বিচারক মামলাটি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদেন্তর নির্দেশ দেন।
সে মোতাবেক বনানী থানার ওসি তদন্ত মো. ওয়াহিদুজ্জামন এ বছরের ২৫শে মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা রয়েছে বলে উল্লেখ করা হয়। আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা সে সমন মোতাবেক আদালতে হাজির না হওয়ায় গত ১০ই অক্টোবর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.