‘বডিগার্ড’ ছবির ‘আই লাভ ইউ’, ‘দম মারো দম‘ ছবির ‘টি এমো’, ‘দিল্লি-৬’ ছবির ‘দিলগিরা’, ‘বেঙ বেঙ’ ছবির ‘মেহেরবান’ এবং কলকাতার ‘বোঝে না সে বোঝে না’ ছবির ‘কঠিন’ গানগুলো গেয়ে বলিউড ও কলকাতায় বেশ জনপ্রিয়তা লাভ করেন শিল্পী এ্যাশ কিং। বর্তমানে তিনি বলিউডের নতুন ছবির গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন খবর হলো এবার তিনি বাংলাদেশের ছবিতে প্রথমবারের মতো গান গাইলেন। ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। পরিচালনা করছেন অনন্য মামুন। শফিক তুহিনের কথা ও সুরে এ্যাশ কিং এর গাওয়া এ গানটির নাম ‘টুকরো প্রেমের গল্প’। গানটি সম্প্রতি মুম্বইয়ের ফ্যাট বক্স স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে মুম্বই থেকে শফিক তুহিন বলেন, এ্যাশ কিং যেমন ভালো মানের একজন শিল্পী তেমনি মানুষও বটে। সেটা তার সঙ্গে কাজ করতে গিয়েই
বুঝেছি। অত্যন্ত যত্নসহকারে তিনি ‘টুকরো প্রেমের গল্প’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত ‘আমি তোমার হতে চাই’ ছবির এ গানটির চিত্রায়ণ খুব শিগগিরই হবে।