দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মঙ্গলবার বিকেলে বিশ্বব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশ সফরের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জিম ইয়ং।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে। পার্শ্ববর্তী ও অন্যান্য দেশের তুলনায় এ দেশে বিদেশি বিনিয়োগ কম। বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন জরুরি। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও বিচার বিভাগের সুশাসন নিশ্চিত করতে হবে।’
এছাড়া, জলবায়ুর প্রভাব মোকাবেলায় আগামী ৩ বছরে বাংলাদেশকে ২শ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.