এমনিতেই খারাপ সময় যাচ্ছে মার্কিন টিভি রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের। সমপ্রতি তার ওপর ডাকাতদের হামলা হওয়া এবং তাকে আটকে রেখে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন কিম। তার ওপর মায়ের সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। ভক্তদের সমর্থন আর সবার ভালোবাসায় ডাকাতির ঘটনার পর কিছুটা ছন্দে ফিরলেও মায়ের কাছ থেকে অপ্রত্যাশিত ব্যবহার কিমকে হতাশায় ডোবাচ্ছে। সবার সামনে মা ক্রিস জেনার তাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন। শুনেই হতবাক এই তারকা। ক্রিসের সাবেক স্বামী কেটলিন জেনারকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাজিয়ে দিয়েছিলেন কিম। কেটলিন অবশ্য ‘জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট সার্জারি’ করিয়ে এখন পুরোদস্তুর মহিলা। আগে তিনি অলিম্পিক পদকজয়ী অ্যাথলিট ব্রুস জেনার ছিলেন। কার্দাশিয়ান পরিবারকে নিয়ে বিখ্যাত রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স’-এর একটি ট্রেইলার মুক্তি পেয়েছে সমপ্রতি। সেখানেই ক্রিসকে বলতে শোনা যাচ্ছে, কিম, তুমি বিশ্বাসঘাতক! এই খেলাটা আর খেলার চেষ্টাও করো না। মায়ের কাছে খুব বড় কোনো অন্যায় করেননি কিম। তবে বাবাকে সাজিয়ে দেয়াটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে মা তাকে বিশ্বাসঘাতক বলতে দ্বিধা করেননি।