আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটকেন্দ্রগুলোতে পর্যবেক্ষক পাঠাতে চেয়েছিল রাশিয়া। এমন অনুরোধ সাফ না করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাশিয়ান পর্যবেক্ষকরা ভোটের দিন হাজির হলে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন এক কর্মকর্তা। রাশিয়ার গণমাধ্যম ইজভেস্তিয়া দৈনিক এবং আরটিতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইউএসএ টুডে। খবরে বলা হয়, ডনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপির দাবি ওঠানোর পর স্পষ্টত যুক্তরাষ্ট্রকে বিব্রত করার জন্যই এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়েয় উপ মুখপাত্র মার্ক টোনার রাশিয়ার এ চেষ্টাকে ‘পিআর স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন। রাশিয়ান পর্যবেক্ষকদের অনুমতি দেয়ার অনুরোধ পাওয়া লুইজিয়ানা অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট টম শেডলারের মুখপাত্র মেগ ক্যাসপার এটাকে ‘প্রোপাগান্ডা কুটচাল’ আখ্যা দেন। তিনি বলেন, ‘অতীতে আমরা বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসার অনুমতি দিয়েছি। তবে রাশিয়া থেকে কখনই নয়।’ তিনি আরো বলেন, ‘এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে এ অনুমতি দিতে নিষেধ করা হয়েছে।’ প্রসঙ্গত, রাশিয়া ও এর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নির্বাচনী প্রচারণায় অন্যতম একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ প্রেসডেন্সিয়াল বিতর্কেও নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রসঙ্গ উঠে আসে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেইল হ্যাকিংয়ের পেছনে ছিল রাশিয়ান হ্যাকাররা। অপরদিকে, হ্যাকিংয়ে রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দিহান ডনাল্ড ট্রাম্প।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.