চট্টগ্রাম (উত্তর) জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী হাসান আর নেই। গতরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (্ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। কাজী হাসানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম কাজী হাসান চট্টগ্রাম উত্তর জেলায় কৃষক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না। এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম কাজী হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আলাদা শোকবার্তায় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শোক প্রকাশ করেন। এছাড়া, আলাদা শোকবার্তায় জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.