সপ্তাহব্যাপী আয়কর মেলায় দর্শনার্থী বাড়াতে ও করদাতাদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করতাদের খুশি হতে দেখা গেছে। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগান নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আয়কর মেলা। এদিকে মেলার প্রথম দিনেই ২০০ কোটি টাকা আয়কর এসেছে। জানা গেছে, আয়কর মেলা অধিক জনপ্রিয় ও কার্যকর করতে এবারে করদাতাদের আনা-নেয়ার জন্য বিনা ভাড়ায় আটটি শাটল সার্ভিস চালু করেছে এনবিআর। রাজধানীর চারটি স্থান থেকে বিনামূল্যে শাটল বাস সার্ভিস দেয়া হচ্ছে। মিরপুর ১০, উত্তরা রাজলক্ষ্মী সিনেমা হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অফিসার্স ক্লাবের সামনে সকাল ৯টা থেকে ধারাবাহিকভাবে এই বাসগুলো চলছে। এনবিআর চেয়ারম্যান নজিবর রহমান জানান, আয়কর মেলা এনবিআর’র অন্যতম উদ্ভাবনী। সারা দেশের সাধারণ করদাতাদের মধ্যে এই মেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। সাধারণ জনগণের করের টাকায় নির্মাণাধীন ভবনেই আয়কর মেলা হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মেলায় ৮টি বাস চলাচল করছে। এসব বাসে ভ্রমণে কোনো টিকিট লাগবে না। কর দিতে আমরা উৎসাহ দিচ্ছি। দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, মেলায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি, অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল করা যাবে। ট্যাক্স রিটার্ন জমা দেয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে চলছি। সেরা করদাতা হিসেবে ২০ জনের পরিবর্তে এখন থেকে ১২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ট্যাক্স কার্ড দেয়া হবে। ভবিষ্যতে ট্যাক্স কার্ডের সংখ্যা আরো বাড়বে। পূববর্তী বছরের ৩০০ কর দাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের নাম প্রচার হলে মানুষ কর দিতে আরো উদ্বুদ্ধ হবে। আয়কর রিটার্ন জমা দেবেন ব্যবসায়ী শফিকুর রহমান জানান, এই মাত্র রিটার্ন ফরম তুললাম। এখন পূরণ করে জমা দেবো। মেলায় আসার বিষয়ে তিনি বলেন, উত্তরা থেকে মেলায় আসার সময় এনবিআর’র বাসে এসেছি। বেশ ভালোই লেগেছে। কারণ অন্য মেলায় আসতে বিভিন্ন বাস বদল করা। তারপর রিকশায় উঠে মেলা প্রাঙ্গণে আসতে বেশ বেগ পেতে হয়। সেখানে এনবিআর’র নির্ধারিত বাসে ঝামেলা ছাড়ায় আসতে পেরেছি। তিনি বলেন, মেলার একটি বুথে গিয়ে নির্দিষ্ট ফরম নিয়ে পূরণ করে জমা দেয়ার আধঘণ্টার মধ্যেই ই-টিআইএন সনদ হাতে পেয়েছি। তার মতে, এতদিন অনেক হয়রানির কথা শুনেছি। কিন্তু মেলায় খুব সহজেই ই-টিআইএন পেলাম। এর আগের বছরগুলোতে অফিসার্স ক্লাবসহ অন্য জায়গায় অনুষ্ঠিত হলেও এবারই প্রথম এনবিআর’র নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, সারা দেশের মেলায় প্রথম দিনে মোট ৫৯ হাজার ২৯২ জন বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ১৬ হাজার ৮৬ জন করদাতা, যা গতবারের মেলার প্রথমদিনের চেয়ে ৭.২৫ শতাংশ বেশি। এতে রাজস্ব আদায় হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ টাকা, যা গত বছরের মেলার প্রথমদিনের চেয়ে ২৫ শতাংশ বেশি। নতুন ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন চার হাজার ৮৭৫ জন। এ সংখ্যা গত বছরের প্রথম দিনের চেয়ে ৮০.২২ শতাংশ বেশি। দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) নাগরিকের সংখ্যা ১৮ লাখ হলেও রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার। গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.