মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সমাগত। নির্বাচনের বাকি আছে মাত্র পাঁচ দিন। এই সময়ে এসে কোনোভাবেই লক্ষ্যচ্যুত হতে চান না রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি মানছেন, নিজের ‘লক্ষ্যে স্থির’ থাকাই তার সাফল্যের চাবিকাঠি হতে পারে। বলেছেন, নির্বাচনী প্রচারণা নিয়ে নানা বিষয় উঠে আসছে শিরোনামে। সেসব বিষয়ে মনোযোগ দেয়া যাবে না। এমনকি প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে আক্রমণের ধারা থেকেও বেরিয়ে আসার চেষ্টা করবেন তিনি। সানশাইন স্টেটখ্যাত ফ্লোরিডার এক প্রচারণায় বুধবার এসব কথা বলেছেন ট্রাম্প। এ খবর দিয়েছে এনবিসি নিউজ। খবরে বলা হয়, সুইং স্টেট বা ফল নির্ধারক রাজ্য হিসেবে ফ্লোরিডা সবসময়ই মার্কিন নির্বাচনে গুরুত্ব পেয়ে থাকে। সেই ফ্লোরিডার নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত সমর্থকদের নিশ্চিত করেছেন, তিনি ঠাণ্ডা মাথায় নির্বাচনী বৈতরণী পার করে দেবেন। তিনি বলেন, ‘আমরা হোয়াইট হাউসের দৌড়ে জিততে যাচ্ছি। আমাদের কেবল সুন্দর ও শান্ত থাকতে হবে। ঠিক আছে?’ অনেকটা স্বগতোক্তির মতোই ট্রাম্প বলেন, ‘লক্ষ্যে স্থির থাকো, ডনাল্ড, লক্ষ্যে স্থির থাকো। কোনোভাবেই বিপথে যাওয়া চলবে না। শান্ত থাকতে হবে, সহজ থাকতে হবে। কারণ, গত কয়েকদিন ধরে আমি হিলারিকে লক্ষ করছি। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেটা কোনোভাবেই চাই না। তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’ নির্বাচনী প্রচারণায় মাঝখানে নারী কেলেঙ্কারির নানা খবরে খানিকটা বেকায়দায় পড়েছিলেন ট্রাম্প। গত সপ্তাহে এফবিআইয়ের নতুন করে হিলারির ই-মেইল অনুসন্ধানের ঘোষণা দেয়ার পর হঠাৎ করেই আবার নির্বাচনী হাওয়ায় পরিবর্তন আসে। নারী কেলেঙ্কারি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ট্রাম্প এবার তাই ই-মেইল কেলেঙ্কারি নিয়ে হিলারির অস্বস্তিতে পড়ার সুযোগ নিয়ে সতীর্থ রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজেদের লক্ষ্যে স্থির থাকার জন্য। হিলারিকে আক্রমণের ধারা থেকে খানিকটা সরে আসার চেষ্টা করলেও ট্রাম্প এ সময় ওবামার স্বাস্থ্যনীতির সমালোচনা করতে ছাড়েননি। ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত ওই স্বাস্থ্যনীতির বিপরীতে তিনি নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ের কথাও জানান ফ্লোরিডায় দ্বিতীয় একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে। একইদিনে তৃতীয় আরেক প্রচারণায় ট্রাম্প ছিলেন অত্যন্ত উজ্জীবিত। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ থিমকেই তিনি আবারও তুলে ধরেন ওই প্রচারণায়। মঞ্চে উঠেই বিজয়ের ভঙ্গিতে মুঠো ছুঁড়ে দেন বাতাসে, অদৃশ্য কোনো কিছুকে মুষ্ঠির আঘাতে ধরাশায়ী করেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা গানের তালে তালে খানিকটা নাচার ভঙ্গিও করেন। মঞ্চে ট্রাম্পের আগমন ও প্রস্থানের সময় আতশবাজির চমকও ছিল চোখে পড়ার মতো। এখানেও শেষ পর্যন্ত নিজের জয়ের আগাম ঘোষণা দিয়েই মঞ্চ ত্যাগ করেন ট্রাম্প।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.