মুশফিকুর রহীমের বিপিএল ভাগ্য খুব একটা ভালো নয়। নিজে ব্যাটে সবাইকে ছাড়িয়ে গেলেও তার কোনো দলই আলো ছড়াতে পারেনি। গত আসরে ছিলেন সিলেট সুপারস্টার্সে। তলানিতে থাকা দলটিকে একাই টেনে ছিলেন টেস্টে দেশের সেরা এই অধিনায়ক। এবার অবশ্য দল বদলেছে সেই সঙ্গে বদলেছে লক্ষ্যও। প্রথমবারের মতো বরিশাল বুলসের হয়ে খেলবেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। গত আসরে তারই ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদ বরিশালের নেতৃত্ব দিয়ে খেলিয়েছেন ফাইনাল। তাই মুশফিকের জন্য এ বিষয়টিও অন্যরকম এক চ্যালেঞ্জ হয়ে থাকবে। আজ নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ টেস্ট দলে তার ডেপুটি তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। তাই ডেপুটির বিপক্ষে মুশফিকের চ্যালেঞ্জটাও কম নয়। এই নিয়ে মুশফিক বলেন, ‘নিজের শক্তিমত্তা অনুযায়ী কিছু রাখতে হবে। অনুশীলন শুরু করেছি। কাল (আজ) আমাদের প্রথম ম্যাচ, আমরা ফোকাস রাখছি যেন জয় দিয়ে শুরু করা যায়। সত্যি বলতে কি আমাদের দলটা হয়তো কাগজে-কলমে অত শক্তিশালী না। এমন কোনো সুপার স্টারও নেই। কিন্তু কার্যকরী কিছু খেলোয়াড় আছে যারা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ভাইটাল হয়ে উঠতে পারে।’ আজ মিরপুর শেরে বাংলা মাঠে তামিম-মুশফিকের এ লড়াই মাঠে গড়াবে দুপুর ২ টা ৩০ মিনিটে। গতবার ভালো দল গড়েও সাফল্য পায়নি চিটাগাং ভাইকিংস। টুর্নামেন্ট শেষে আক্ষেপে পুড়ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার ভালো কিছু করে সেই আক্ষেপটা দূর করতে চান তামিম। আর তাইতো দলগত নৈপুণ্যের দিকেই তাকিয়ে তিনি। এবারের দল নিয়ে বেশ আশাবাদী তামিম বলেন, ‘এ বছর আমার কাছে মনে হয় আমরা খুব ভারসাম্যপূর্ণ একটি দল তৈরি করতে পেরেছি। দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে দলটি বেশ সমৃদ্ধ। শেষবারও দল হিসেবে খারাপ ছিলাম না। তবে এবার আরো একটু ভালো। আমাদের মাঠের ক্রিকেটে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যদি দলগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে দল হিসেবে ভালো কিছু করা সম্ভব হবে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.