দেশের উন্নয়ন আর আওয়ামী লীগের সফলতায় উন্মাদ হয়ে বিএনপি জামায়াতের চক্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। হিন্দু সম্প্রদায়কে নিয়ে ছয়বারে নির্বাচিত এমপি কোনো কটুক্তি করতে পারেনা বলেও বিশ্বাস আওয়ামী লীগের।
বিকেলে ধানমন্ডির তিন নম্বরে সভানেত্রীর কার্যালয়ে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একথা বলেন।
এসময় তিনি বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রধান নাটের গুরু। বিগত কয়েক বছরে বিএনপি জামায়াত জোট ক্ষমতার লোভে যে সব বর্বর হামলা চালিয়েছে সেসব চিত্রও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
তবে সরকারের যে মন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে সে বিষয়ে সঠিক প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।
কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে শান্তি বিনষ্টের চক্রান্ত এখনো অব্যাহত আছে। ব্রাক্ষণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর সেই চক্রান্তের একটি অংশ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের মধুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপি জামায়াত চক্র জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশ সকল মানুষের সকল সম্প্রদায়ের। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান হবে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.