জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা গতকাল শেষ হয়েছে। শেষ দিনে করদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকেই করদাতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে আয়কর মেলা। অন্য দিনগুলোর চেয়ে মানুষের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। এদিকে আয়কর আদায় হয়েছে ২১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮শ’ ১১ টাকা। এছাড়া সেবা নিয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৯শ’ ৭৩ জন। আয়কর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মানুষের চাপে সেখানে পা ফেলার জায়গা ছিল না। ব্যাংকের বুথের সামনে করদাতাদের দীর্ঘ লাইন। মেলার ই-টিআইএন, হেলপ ডেস্ক, অনলাইন রিটার্ন দাখিল, ফটোকপিসহ প্রতিটি বুথের সামনে বিশাল জটলা। নারী-পুরুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন। অনেকে বসার জায়গা না পেয়ে ফ্লোরে বসে কাজ সেরেছেন। দেখা গেছে, করদাতারা ফরম পূরণের জন্য টেবিলে জায়গা না পেয়ে মেঝেতে বসে ফরম পূরণ করছেন। তবে ভিড়ের কারণে কিছুটা ভোগান্তি হলেও উৎসবমুখর পরিবেশে সবাই এই মহৎ কাজে অংশ নিয়েছেন। নারী ব্যবসায়ী জাহানারা বলেন, দ্বিতীয়বারের মতো কর দিচ্ছি। এর আগেরবার আমার ছেলে দিতো। কর দেয়া নাগরিক দায়িত্ব মনে করে এবার আমি দিতে এসেছি। ফরম পূরণে ঝামেলা হচ্ছে। ভিড় হওয়ায় একটু কষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত পারবো। তবে তিনি বলেন, সাত দিনের মেলা না হয়ে আরো বেশি দিন হলে ভালো হতো। আরেক ব্যবসায়ী বলেন, সকাল সকাল এসেও দাঁড়াতে হয়েছে লাইনের শেষ মাথায়। শেষ দিনে মানুষের ভিড় থাকবে জেনেও কর দিতে এসেছি। তবে ভালোই লাগছে। এনবিআর সূত্রে জানা যায়, সারা দেশে ৬ দিনে এ মেলায় ১ হাজার ৭২৭ কোটি ৭ লাখ ৪৫৭ টাকা আয়কর সংগ্রহ হয়েছে। শেষ দিনেও ব্যাপক করদাতা ও সেবাগ্রহীতার উপস্থিতি আশা করেছে এনবিআর কর্তৃপক্ষ। দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) নাগরিকের সংখ্যা ১৮ লাখ হলেও রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার। গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো। উল্লেখ্য, এ মেলা শুরু হয়েছিল ১লা নভেম্বর। কয়েক বছর ধরে অফিসার্স ক্লাবে মেলা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে হচ্ছে আয়কর মেলা। মেলার আহ্বায়ক ও এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে করদাতারা রিটার্ন জমা দিচ্ছেন। করদাতাদের সাহায্য-সহযোগিতায় আমাদের সহকর্মীরাও সেবা দিয়ে যাচ্ছেন। এবারের মেলায় মানুষের উপচে পড়া চাপ দেখে আমরা অভিভূত। তাছাড়া মেলায় আসা করদাতাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবাও দেয়া হচ্ছে বলে জানান তিনি। কর প্রদানের প্রতি ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা দেয়া হয় মেলায়। ‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে ১লা নভেম্বর থেকে শুরু হওয়া আয়কর মেলা গতকাল ৫টায় শেষ হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.