ব্যাট হাতে শেষ ওভারে আরো একবার খেই হারালো রাজশাহী। খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৭ রানের। শেষ ওভারে তিন উইকেট খুইয়ে ৩ রানে হার দেখে তারা। আর গতকাল বরিশাল বুলসের বিপক্ষে ১৯৩ রানের টার্গেটে ব্যাট হাতে সাব্বির রহমান একাই করেন ১২২ রান। নিজের উইকেট দেয়ার আগে ৬১ বলের ইনিংসে ৯টি চার ও ৯টি ছক্কা হাঁকান সাব্বির। আর তিনি যখন সাজঘরে ফেরেন তখন জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ২৪ বলে ৩৪ রান। কিন্তু ফের তীরে এসে তরী ডুবলো রাজশাহীর। শেষ পর্যন্ত বরিশাল বুলস জয় কুড়ালো ৪ রানে। গতকাল ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ১৮৮/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রাজশাহী। তবে খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে সাব্বিরেরই হাতে। চলতি বিপিএলে এটি প্রথম সেঞ্চুরি। আর বিপিএল ইতিহাসে নবম। চারবারের বিপিএল ইতিহাসে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এতে সাব্বির ছাড়িয়ে গেলেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে। এতদিন এ তালিকার শীর্ষে ছিল গেইলের ১১৬ রানের এক ইনিংস। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেন বরিশাল বারনার্সের ক্যারিবীয় ওপেনার গেইল। আর সাব্বির বিপিএলে সেঞ্চুরি হাঁকানো তৃতীয় স্বদেশি ব্যাটসম্যান। এর আগে বিপিএলে সেঞ্চুরি হাঁকান স্বদেশি তারকা শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল। বিপিএলের ৯ সেঞ্চুরির তিনটিই গেইলের। ক্যারিবীয় এ ব্যাটসম্যান বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন পৃথক দুই দলের হয়ে। ২০১২’র আসরে বরিশাল বারনার্সের হয়ে চারদিনের ব্যবধানে দুই সেঞ্চুরি হাঁকান গেইল। পরের আসরে গেইল সেঞ্চুরি পান ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যাট হাতে। গতকাল ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির রহমান। এ সময় সাব্বির হাঁকান ৬টি চার ও আটটি ছক্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাব্বিরের এটি প্রথম সেঞ্চুরি। ৮৫ ম্যাচের পেশাদার টি-টোয়েন্টি ক্যারয়িারে সাব্বিরের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৪* রানের। আর ২৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাব্বিরের সর্বোচ্চ ৮০। গতকাল রাজশাহী ইনিংসের ৭ বল বাকি রেখে উইকেট দেন অধিনায়ক ড্যারেন স্যামি। ১৯ বলে ২৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে স্বদেশি পেসার রায়াদ এমরিতের ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে যান স্যামি। এ সময় ৭ বলে রাজশাহীর প্রয়োজন ছিল ১০ রানের। আর শেষ ৬ বলে রাজশাহীর টার্গেট দাঁড়ায় ৯ রান। তখনও রাজশাহীর হাতে অক্ষত ছিল ৪ উইকেট। শেষ ওভারে লঙ্কান পেসার থিসারা পেরেরার হাতে বল তুলে দিলেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহীম। পেরেরার লেন্থ বলে কভারে পুশ খেলে ১ রান নিলেন রাজু। এবার স্লোয়ার বলে পুল খেলে ১ রান পেয়ে যান সোহান। ওভারের তৃতীয় বলে ব্যাটে বলে সংযোগ ঘটাতে ব্যর্থ রাজু। চতুর্থ বলে এলো ১ রান। রাজশাহীর সামনে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৬ রান। পঞ্চম বলটি ছিল অফস্টাম্পের বাইরে একটি স্লোয়ার ডেলিভারি। সপাটে হাঁকাতে গিয়ে ব্যাট-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন সোহান। এতে ইনিংসের শেষ বলে ৬ রানের প্রয়োজন হয় রাজশাহীর। তবে সিঙ্গেলেই সন্তুষ্ট থাকতে হয় রাজশাহীর দুই অপরাজিত ব্যাটসম্যানকে। ম্যাচের প্রথমার্ধ ছিল মুশফিক-নাফীসের ব্যাটে আলোকিত। ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি। অধিনায়ক মুশফিকুর রহীম ও শীর্ষ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের অর্ধশতকে ভর করে বড় পুঁজি পায় বরিশাল বুলস। মুশফিক হার না মানা ৮১ রান ও নাফীস করেন ৬৩ রান। তৃতীয় উইকেটে দুজন গড়েন ১১২ রানের জুটি। চলতি আসরে জুটিতে শতরানের প্রথম ঘটনা এটি। আর ইনিংসের শেষ দিকে লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা ১১ বলে তিন ছক্কায় করেন ২৪ রান। এতে রাজশাহী কিংসের বিপক্ষে ইনিংস শেষে বরিশাল বুলসের সংগ্রহ পৌঁছে ১৯২/৪-এ। চলতি আসরে এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭০ রান করে ঢাকা ডায়নামাইটস। দলীয় ২১ রানে দুই ওপেনার লঙ্কান দিলশান মুনাবিরা ও ইংলিশ তারকা ডেভিড মালানের উইকেট খুইয়ে বিপাকে পড়ে বরিশাল বুলস। তবে আরো একবার হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহীম। বরিশালের আগের দুই ম্যাচে মুশফিকুর রহীম করেন ৩৩ ও অপরাজিত ৫০ রান। চলতি বিপিএলে তিন ম্যাচে দুই জয় নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এলো বরিশাল। সমান ম্যাচে দুই হারে রাজশাহীর অবস্থান পঞ্চম। সংক্ষিপ্ত স্কোর টস: রাজশাহী, ফিল্ডিং বরিশাল: ২০ ওভার; ১৯২/৪ (মুশফিক ৮১*, নাফীস ৬৩, থিসারা ২৪, ফরহাদ রেজা ২/২২, স্যামি ১/৩৫)। রাজশাহী: ২০ ওভার; ১৮৮/৬ (সাব্বির ১২২, স্যামি ২৭, সামিত প্যাটেল ১৫, মুমিনুল হক ১২, আল আমিন হোসেন ৩/৩৫, আবু হায়দার ১/২৯, মুনির ১/৩০, রায়াদ এমরিত ১/৩৪)। ফল: বরিশাল ৪ রানে জয়ী ম্যাচ সেরা: সাব্বির রহমান (রাজশাহী)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.