শ্রীমঙ্গলে শিক্ষকের সাথে আপত্তিকর আচরনের প্রতিবাদ করায় স্কুল শিক্ষার্থীসহ আহত-৩. শ্রীমঙ্গলে ইংলিশ বিভাগের সিনিয়র শিক্ষক বিকাশ রঞ্জন রায় এর সাথে আপত্তিকর আচরনের প্রতিবাদ করায় বখাটে ছাত্রের ছুরিআাঘাতে প্রতিবাদকারী স্কুল শিক্ষার্থীসহ ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত আহত শিক্ষার্থী মাজডিহি গ্রামের আব্দাল মিয়ার পুত্র দশম শ্রনীর ছাত্র তামিম আহমদ (১৬) ও একই এলাকার আব্দুস সুবহান এর পুত্র নবম শ্রেনীর ছাত্র আলম মাহবুব রিমন (১৬) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপর আহত শিক্ষার্থী নবম শ্রেনীর ছাত্রী ছুনু মিয়ার কন্যা শামিমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নেয়া হয়েছে। জানা যায়- শ্রীমঙ্গলে ভৈরবগঞ্জ বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাজডিহি গ্রামের সুজিত রায়ের বখাটে পুত্র শুভ রায় কর্তৃক গতকাল স্কুল ছলাকালীন সময়ে ২য় ঘন্টায় স্কুলের ইংলিশ বিভাগের সিনিয়র শিক্ষক বিকাশ রঞ্জন রায় এর হাত ধরে আপত্তিকর আচরনর করে।
এ সংবাদ বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর হালদার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বখাটে ছাত্র শুভ রায়কে শিক্ষকের কাছে মাফ ছাওয়ার জন্য বললে সে তা প্রত্যাক্ষান করে। শিক্ষকের পক্ষালম্বান করে প্রতিবাদ করে তামিম ও রিমন। বিদ্যালয়ের ৪র্থ ঘন্টায় বখাটে শুভ রায় তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে তামিম এর বুকে, রিমনের পেটে ও শামিমাকে উপর্যপরি আঘাত করে পালিয়ে যায়। একটি সুত্র জানায়, বখাটে শুভ এর বর্তমান ক্ষতাসীন দলের এক ইউনিয়ন আওয়ামীলিগের নেতার সাথে ঘনিষ্ট সু-সর্ম্পর্ক ও শ্রীমঙ্গল থানায় কর্মরত এক এসআই মধুসুধন দত্ত এর বোনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা যায় বখাটে শুভকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমৃলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করার প্রস্তুতি চলছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.