লিখটেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলে জয় কুড়ালো ইতালি। আর ঘরের মাঠে মেসিডোনিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয় দেখলো স্পেনও। এতে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় অবস্থান অপরিবর্তিত রইলো দু’দলের। তবে সার্বিয়ার সঙ্গে ড্র করে শঙ্কায় পড়লো তারকা ফুটবলার গ্যারেথ বেলের ওয়েলস। এ নিয়ে টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ালো ওয়েলসরা। গত চার বছরে এমন স্মৃতি ছিল না তাদের। আগের ১৯ ম্যাচে তিনবার ড্র দেখে ওয়েলসরা। শনিবার নিজ মাঠে ওয়েলস ড্র করে ১-১ গোলে। ম্যাচের ৩০তম মিনিটে দারুণ গোলে ওয়েলসকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলই। নিজ মাটিতে শেষ ১৪ ম্যাচে গ্যারেথ বেলের অবদান ১৫ গোলে। এতে বেল নিজে করেছেন ১১ গোল আর তার ৪টি অ্যাসিস্ট। তবে খেলা শেষের ৫ মিনিট আগে গোল নিয়ে স্বাগতিকদের হতাশায় ডোবান সার্বিয়ার তারকা স্ট্রাইকার মিত্রোভিচ। এই ড্রয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের তিন নম্বরে নেমে গেল ওয়েলস। ১০ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে তালিকার শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো সার্বিয়া। গ্রানাডায় নিজ মাঠে ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৫তম দল মেসিডোনিয়ার বিপক্ষে গোল পান স্পেনের ভিতোলো, নাচো মনরিল ও আরিৎস আদুরিস। অন্য গোলটি আত্মঘাতী। ম্যাচের শুরু থেকেই চিরচেনা স্পেনের দেখা মেলে। ম্যাচের ৭৯% বল দখল ছিল স্পেনের। এতে স্বাগতিক স্প্যানিয়ার্ডরা প্রতিপক্ষ বারে শট নেয় ১৯টি। এর ৭টি ছিল অনটার্গেটে। গ্রুপে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতে হার দেখা মেসিডোনিয়া প্রথম গোলটি হজম করে নিজেদের ভুলে। ৩৪তম মিনিটে স্প্যানিয়ার্ড ডিফেন্ডার দানিয়েল কারভাহালের ক্রস হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালে জড়ান মেসিডোনিয়ান মিডফিল্ডার ডারকো ভেলকোস্কি। ৬৩তম মিনিটে ইংলশি ক্লাব ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডেভিড সিলভার গোলমুখে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার মিডফিল্ডার ভিতোলো। শেষ দিকে পরপর দুই মিনিটে দুবার বল জালে পাঠান স্প্যানিয়ার্ডরা। ৮৪তম মিনিটে ডান দিক থেকে রামোসের ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন মনরিয়াল। পরের মিনিটে বাঁ-দিক থেকে সিলভার দারুণ রক্ষণচেরা পাসে ডান পায়ের শটে স্কোরশিটে নাম লেখান আদুরিস। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো স্পেন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এদিন র্যাঙ্কিংয়ের ১৮৩তম দল লিখটেনস্টাইনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ৪-০ গোলে। জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। অন্য দুই গোলদাতা চিরো ইম্মোবিলে ও আন্দ্রেয়া কান্দ্রেভা। শনিবার প্রতিপক্ষ মাঠে লিখটেনস্টেইনের গোল বারে ২৭টি শট নেন ইতালিয়ানরা। এর ১৬টিই ছিল গোল বরাবর। একাদশ মিনিটে ডিফেন্ডার আলেসিসও রোমাগনোলির হেডে গোলমুখে বল পেয়ে টোকায় গোল উৎসবের শুরু করে বেলোত্তি। পরের মিনিটেই ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড ইম্মেবিলে। তার আশে পাশে প্রতিপক্ষের তিন জন থাকলেও কেউই ঠিক সময়ে এগিয়ে আসেনি। ৩২তম মিনিটে বাই-লাইন থেকে ডি সিলিওর কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার কান্দ্রেভা। আর ৪৪তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি (৪-০)। একই দিন ‘আই’ গ্রুপে ক্রোয়েশিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে, তুরস্ক ২-০ গোলে কসোবোকে এবং ইউক্রেন ১-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইসরাইল। তিন পয়েন্ট কম নিয়ে চতুর্থ আলবেনিয়া।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.