শেষ বয়সে এসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাঝে মধ্যেই দেশবরেণ্য সংগীতশিল্পী কিংবা অভিনয়শিল্পীরা চিকিৎসার জন্য অর্থসংকটে ভোগেন। তাদের দেয়া হয় ‘দুস্থ শিল্পী’র আখ্যা। যে মানুষগুলো সারা জীবন নিজের মেধা, যোগ্যতা ও শৈল্পিকতার মাধ্যমে মানুষকে আনন্দ দান করেন, তাদেরই শেষ বয়সে এসে অর্থ সাহায্যের জন্য আবেদন করতে হয়। আর এমনই অভাববোধ থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের পাশে দাঁড়াতে গতকাল থেকে আনুষ্ঠানিক যাত্রা হলো ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এ উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত সংগীতের তিন কিংবদন্তিকে প্রদান করা হয় আর্থিক সহায়তা। এর মধ্যে লাকী আখন্দকে ৪০ লাখ টাকা, আলাউদ্দিন আলীকে ২০ লাখ টাকা ও শাম্মী আখতারকে প্রদান করা হয় ১০ লাখ টাকার চেক। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই চেক গ্রহণ করেন লাকী আখন্দ ও আলাউদ্দিন আলী। সিলেটে থাকায় এ চেক নিজে গ্রহণ করতে পারেননি শাম্মী আখতার। এদিকে এ ফাউন্ডেশনটি পরিচালনার জন্য দেশবরেণ্য ১৯ জন ব্যক্তিত্বকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু। এ ছাড়া রয়েছেন আসাদুজ্জামান নূর এমপি, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, আলী যাকের, ফরিদুর রেজা সাগর, আবুল খায়ের লিটু, সৈয়দ আবদুল হাদী, নাসির উদ্দীন ইউসুফ, আবদুল মাতলুব আহমাদ, আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. মুহাম্মদ জাফর ইকবাল, ফয়সাল সিদ্দিকী বগি, সিদ্দিকুর রহমান, ওমর সাদাত ও মেয়র আনিসুল হক। এদিকে মেয়র আনিসুল হকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের সর্বস্তরের শিল্পীরা। অন্যদিকে এ ফাউন্ডেশনকে সাধুবাদ জানিয়ে গতকালের এ আয়োজনে উপস্থিত ছিলেন ফেরদৌসী রহমান, খুরশীদ আলম, আবিদা সুলতানা, রফিকুল আলম, সুবীর নন্দী, ফেরদৌস ওয়াহিদ, আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ফেরদৌস আরা, মাকসুদ, হাসান চৌধুরী, হামিন আহমেদ, কনকচাঁপা, সাদি মোহাম্মদ, জুয়েল আইচ, আবদুল নুর তুষার, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, শওকত আলী ইমন, ইমন সাহা, কোনাল, সন্দিপন, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, শম্পা রেজা, মনির খান শিমুল, ফেরদৌস, অপি করিম, সুইটি, দীপা খন্দকারসহ অনেকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.