চীনের জিয়াংজি প্রদেশে একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে অন্তত ২২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, কেন্দ্রের একটি কুলিং টাওয়ার ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এতে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
শিল্প দুর্ঘটনা চীনে একটি সাধারণ বিষয় হলেও সেখানে নিরাপত্তা মান প্রয়োগের ক্ষেত্রে অনেকসময় শিথিলতা দেখা যায়।
গত আগস্ট মাসে পার্শ্ববর্তী হুবেই প্রদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে একটি পাইপলাইন বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছে।