বলিউডে হরহামেশা নামীদামী কোম্পানীকে বিভিন্ন সময় ছবির পৃষ্ঠপোষকতা করতে দেখা যায়। সেই জায়গা থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও এবার চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’ ছবির পাশে যুক্ত হয়েছে আরএফএল অরনেট। দেবাশীষ বিশ্বাসের নছুন ছবি ‘চল পালাই’ এর কাজ আর অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে। তার নতুন এ ছবিটি নিবেদন করবে বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠানটি। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোঁরায় এক আনুষ্ঠানিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সেসময় উপস্থিত ছিলেন আরএফলের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান আরাফাত, পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। অনুষ্ঠানে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, প্রথমে লাইভ টেকনোলজিকে ধন্যবাদ জানাতে চাই। তাদের প্রযোজনায় প্রথমবার থ্রিলার এই ছবিটি বানাতে আসলাম। এরপর পাশে পেলাম আরএফএল অরনেটকে। বিশেষ করে আরএফএলের আরাফাত ভাইকে এ ছবির পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই। এমন নামীদামী প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাংলা চলচ্চিত্র আরও সামনে এগিয়ে যাবে। অন্যদিকে আরএফলের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, আমরা এই চলচ্চিত্রকে কতটুকু সহযোগিতা করতে পেরেছি তা জানি না। তবে ভালো চলচ্চিত্রের পাশে সব সময়ই থাকবে আরএফএল। উল্লেখ্য, বেশকিছুদিন আগে বান্দরবানে টানা শুটিং করা হয় ‘চল পালাই’ ছবির। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা। থ্রিলার গল্পের এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, আহমেদ শরীফ, জাদু আজাদসহ আরো অনেকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.