কুমিল্লার স্কোরবোর্ডে চারটি ছক্কার তিনটিই মেরেছেন মাশরাফি। যার দুটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেলেন: মাহমুদউল্লাহ’র অনুরোধে ছক্কা মেরেছি।
মিরপুরের হোম অব ক্রিকেটে শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে পাশে বসিয়েই এসব কথা বলেন মাশরাফি। মাশরাফি হাসতে হাসতে বললেন: হাসতে হাসতে বলেছেন, ‘ও (রিয়াদ) আমাকে যতটুকু বলেছে ততটুকুই মেরেছি। বল হাতে নেওয়ার সময় বলে, দুইটার বেশি মাইরেন না। দলকে তো কিছু দিতে হবে…এই জন্য দুইটা মেরে দেখিয়েছি!’
মাহমুদউল্লাহর ওভারের প্রথম বলে স্ট্রেইট এবং পঞ্চম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মারেন মাশরাফি।
মাশরাফির কথা শেষ হওয়ার পরেই একগাল হেসে মাহমুদউল্লাহ বললেন, ‘অনুশীলনে আমাকে মাশরাফি ভাই সব সময়ই ভালো মারেন। আজকে আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু পারিনি। তারপরও উনি ভালো সামর্থ্য দেখিয়ে ছয় মেরেছেন।’
অন্যদিকে হারের বৃত্তে থাকা খুলনা টাইটান্সের কোথায় সমস্যা এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন: ‘টপ অর্ডার পারছে না।’ আজ আমাদের রান কম হয়েছে। আরো ২০-২৫ রান হওয়া দরকার ছিল। তাছাড়া প্রতি ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় পরে রান কম হচ্ছে। ফিল্ডিং-টা আমাদে ঠিকই আছে। সমস্যা ব্যাটিং নিয়ে। পুরো টুর্নামেন্টে আপনাদের সর্বোচ্চ দলীয় স্কোর ১৫৭, এর বেশি হচ্ছে না! প্রসঙ্গটি মনে করিয়ে দিলে মাহমুদুল্লাহকে প্রশ্ন করা হয় দলের কম্বিনেশন কি পরিবর্তন করার পরিকল্পনা করেছেন? জবাবে খুলনার অধিনায়ক বলেন, ‘কম্বিনেশন তো আমরা পরিবর্তন করেছি। তাতে তো লাভ হয়নি। আশা করছি আগামী ম্যাচ ভাল কিছু হবে।’
উল্লেখ্য সংবাদ সম্মেলন করার জন্য গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মাশরাফি বললেন আজ একসঙ্গে সংবাদ সম্মেলন করব! রিয়াদও পাশে ফিরে হাসি মাখা উত্তরে বললেন অবশ্যই, একসঙ্গেই করব।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.