গ্রিসের অলিম্পাস পর্বতমালার পাদদেশে পিরগোস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়ং পিপল। শিশু-কিশোর ও তরুণদের জন্য ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই চলচ্চিত্র উৎসব প্রামাণ্যচিত্র বিভাগে চূড়ান্ত প্রতিযোগতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’। গতকাল থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী এই উৎসব চলবে। এতে যোগ দিতে ছবির পরিচালক ফরিদুর রহমান ২রা ডিসেম্বর গ্রিসের রাজধানী এথেন্স পৌঁছান। প্রায় দেড় হাজার ছবির মধ্য থেকে ৪২১টি বিভিন্ন দৈর্ঘ্যের ছবি উৎসবে প্রদর্শন হবে। মূল প্রতিযোগিতা পর্বে রয়েছে ৩৪টি দেশের ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৫টি মধ্য ও স্বলদৈর্ঘ্য কাহিনীচত্র, অ্যানিমেশন ছবি ও প্রামাণ্যচিত্র। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবের তরুণ নির্মাতাদের জন্য ২১টি পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, ৬টি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ওয়ার্কশপ এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৮টি সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া পিরগোস, অলিম্পিয়া এবং আমালিয়াদাসহ গ্রিসের পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরের স্কুলগুলোতে ছবি প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠেয় সেমিনারে বিদেশি অতিথিসহ গ্রিসের চলচ্চিত্র নির্মতারা অংশ নেবেন। এবারের অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়ং পিপল-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চলচ্চিত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিশুদের সহনশীলতা।’