আমেরিকার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে একটি বাড়িতে রাত্রিকালীন ‘রেভ পার্টি’র (আমোদ পার্টি) প্রস্তুতি চলাকালে লাগা আগুনে কমপক্ষে ৪০ জন পুড়ে অঙ্গার হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। অঙ্গরাজ্যের অকল্যান্ড শহরে অবস্থিত ওই বাড়ির পার্টিতে আগুন লাগার সময় ৫০ থেকে ১০০ জন থাকায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অকল্যান্ড ফায়ার সার্ভিসের প্রধান টেরিজা ডেলোশি রিড জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাগা ওই আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪০ ছাড়িয়ে যেতে পারে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, সিএনএন বার্তা সংস্থাগুলো জানায়, পুরনো একটি গুদামে তৈরি ওই নাইট ক্লাবে স্থানীয় সময় শুক্রবার রাতে ‘গোল্ডেন ডনা’সহ সাতটি ব্যান্ডদলের কনসার্টের আয়োজন করা হয়েছিল। আগুন লাগার সময় ঘটনাস্থলে গোল্ডেন ডনা ব্যান্ডের পরিবেশনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওচিত্রে দেখা গেছে, ঘটনাস্থলে লাগা আগুনের শিখা ভবনের ছাদ ছাড়িয়ে বহু ওপরে উঠে গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.