অনেকের মতেই ফিল্মের গানে এ মুহূর্তে অরিজিৎ সিংয়ের মতো জনপ্রিয় গায়ক বলিউডে আর কেউ নেই। এমনকি টলিউডের ছবির গানেও হার্টথ্রব তিনি। বয়স মাত্র ২৯। অথচ এখনই এসব ছেড়ে চলে যেতে চাইছেন এ তারকা। আগামী বছরেই অবসর নিতে চাইছেন তিনি। ২০০৫ সালে টেলিভিশনের এক মিউজিক রিয়েলিটি শো-তে প্রথম আত্মপ্রকাশ অরিজিতের। এরপর একের পর এক রিয়েলিটি শোয়ে গেয়েছেন তিনি। নজর কাড়তেও বেশি সময় নেননি। কিন্তু, তা সত্ত্বেও বলিউডে অরিজিতের এন্ট্রি সুখকর ছিল না। বরং, প্রথম দিকে বেশ লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে তাকে। গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে বলিউড সুরকার প্রীতমের সঙ্গে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ শুরু করেন অরিজিৎ। ২০১১-তে মোহিত সুরির ফিল্ম ‘মার্ডার-২’-তে গানের সুযোগ পান। এরপর একের পর এক ফিল্মে অরিজিতের স্বকীয়তার পরিচয় মিলেছে। প্রথম সারিতে পৌঁছতেও তাই বেশি দেরি হয়নি। কিন্তু, খ্যাতির শীর্ষে থাকাকালীন এভাবে অবসরের উদাহরণ বলিউডে খুব একটা মেলেনি। তা হঠাৎ অবসরের কথা ভাবনা-চিন্তা করছেন কেন অরিজিৎ? জবাবে তিনি বলেন, আমার মনে হয় না, আমি এখানে থেকে বেশি দূর এগোতে পারব! এ বছরটাই হয়তো আমার শেষ বছর। তবে গায়ক হিসেবে বলিউড থেকে সরে দাঁড়ালেও সংগীতের জগতেই থাকতে চান তিনি। কিন্তু, হঠাৎ অবসরের সিদ্ধান্তইবা কেন? অরিজিতের কথায়-বলিউডে পাঁচ-সাত বছর অন্তর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসে একঝাঁক নতুন মুখ। আমি হয়তো সেটা বদলাতে পারব। তবে শুধুমাত্র গান গাওয়া নয়, সংগীতের অন্য দিকগুলোতে এগোলে আমি হয়তো বলিউডে আরো অনেকদিন টিকে থাকতে পারব। হয়তো এভাবেই বেঁচে থাকব আমি। ভবিষ্যতে কী করতে চান? অরিজিৎ বলেন, সামনের বছরগুলোতে মিউজিক টেকনোলজি নিয়ে আরো ওয়াকিবহাল হতে চাই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.