কৃষিপ্রধান রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। চরম্ভাবাপন্ন আবহাওয়া আর ফুটবলের জনপ্রিয়তা, এই নিয়ে তার সংসার। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা সকলেই অল্পবিস্তর জানলেও এর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা থেকে অনেকেই এখনও অজ্ঞাত। এমনকী এখানকার দৃশ্য সৌন্দর্য্য সম্পর্কে জানেননা বহু মানুষ। তাই আজকের ব্লগে রইল এমন কিছু জায়গার নাম এবং তার চরিতার্থতা, যা আপনাকে মুগ্ধ করবেই। রাজাভাতখাওয়াঃ আলিপুর দুয়ার থেকে ১৫ কিমি দুরত্বে অবস্থিত এই জায়গা। শহরের ব্যাস্ততা থেকে বহু দূরে থাকা এই ছোটো বসতিতে খুব একটা মানুষজনের বসবাস নেই। সারাদিনের অফিসের দৌড়াদৌড়ি কিংবা পড়াশুনোর চাপ থেকে একটু সময় ধার নিয়ে ঘুরে আসাই যায় রাজাভাতখাওয়া থেকে। ফ্রেশ এয়ারের খোজে সময় ব্যাতিত না করে তৈরী করুন নিজের ব্যাকপ্যাক আর বেরিয়ে পরুন রাজাভাত খাওয়ার উদ্দেশ্যে।
দুয়ারসিনিঃ ‘শান্তিপুর্ন’ জায়গা হিসেবে আদর্শ এই স্থান, যা বর্ধমান থেকে ১৩ কিমি দূরে অবস্থিত। রাজ্যের বাকি পর্যটন কেন্দ্রর বৈশিষ্ট্য থেকে নিজেকে বিরত রেখে এই জায়গা নিজের সকল অতিথিদের একটি শান্ত পরিবেশের সুখ প্রদান করে। ঘন সবুজ জঙ্গল এবং নদীর ধার, সব মিলিয়ে এই জায়গার রুপ মধুরতা আপনাকে আকর্ষণ করবেই।
দেউলঘাটাঃ যারা ইতিহাস বেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একদম অনুকুল। পশ্চিম বাংলার অতীত সম্পর্কে জানতে আগ্রহীরা এখানে নিজেদের স্বর্গ খুঁজে পাবেন। উল্লেখ্য, কংসাবতী নদীর কাছে অবস্থিত এই জায়গায় এখনও লুকিয়ে আছে রাজ্যের অনেক ইতিহাস।
শঙ্করপুরঃ কলকাতা নিবাসী পর্যটকেরা দীঘা কিংবা মন্দারমনির সমুদ্র তট সম্পর্কে ভালোভাবে জানলেও অনেকেই শঙ্করপুরের কথা থেকে অজ্ঞাত। খুব একটা বেশী পর্যটকেরা এখানে আসেন না, যার ফলস্বরুপ এখানকার স্নিগ্ধতা রয়েগেছে এখনও অটুট। স্রা জীবনের পরিশ্রমের উর্দ্ধে গিয়ে যারা নির্জনতার পেছনে পাগল, তাদের জন্য এই জায়গা খুবই শ্রেয়।
মুকুটমনিপুরঃ বাঁকুড়া থেকে ৫৫ কিমি দূরে অবস্থিত এই জায়গা। প্রধান আকর্ষন কংসাবতী নদীর বাধ। চারিদিকের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়িয়ে তোলে এখানকার রুপ মাধুর্য্য।
সিলারি গাঁওঃ দার্জিলিঙে প্রায় ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম পর্যটন কেন্দ্র হিসেবে এখনও নাম না কামালেও এই প্রাকৃতিক সৌন্দর্য্য তথা চারিদিকে পাহাড় ঘেরা সারি সারি পাইনের গাছ ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে বহু মানুষের।
তাহলে এবার ব্যাস্ততা থেকে নিজের কিংবা নিজের প্রিয়জনের জন্য একটু সময় ধার করে পাড়ি দিন কিছু অচেনা জায়গায়, যা আপনাকে দেবে কয়েকটি অসাধারন স্মৃতি…
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.