জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে সরকার। প্রায় ১৫ জন ডিসি পদে এ পরিবর্তন আসতে পারে। পরিবর্তনের তালিকায় সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ১১ জন জেলা প্রশাসক রয়েছেন। গত ২৭শে নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ১৮৬ জন কর্মকর্তার মধ্যে ১১ জনই ডিসি। এদের মধ্যে রয়েছেন- নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামান, সুনামগঞ্জের ডিসি শেখ রফিকুল ইসলাম, রাজশাহীর ডিসি কাজী আশরাফ উদ্দিন, টাঙ্গাইলের ডিসি মো. মাহবুব হোসেন, নোয়াখালীর ডিসি বদরে মুনীর ফেরদৌস, যশোরের ডিসি মো. হুমায়ুন কবীর, মানিকগঞ্জের ডিসি রাশিদা ফেরদৌস, মাগুরার ডিসি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীন, চট্টগ্রামের ডিসি মো. সামছুল আরেফিন এবং ঝালকাঠির ডিসি মো. মিজানুল হক চৌধুরী। এর মধ্যে ঢাকার কাছাকাছি জেলার ডিসি পদে অন্য জেলাগুলো থেকে পদায়ন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের তফসিলের কারণে নির্বাচন কমিশনের মতামত নিয়ে ডিসি পদে রদবদল করা হবে। এজন্য ১৫ জন ডিসির নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে এখনও ফাইল ফেরত আসেনি। ফেরত এলেই তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এদিকে গতকাল বেলা তিনটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব পদে যোগ দিয়েছেন ড. মোজাম্মেল হক খান। তাই নতুন করে ডিসি পদের নাম কাটছাঁট হতে পারে কর্মকর্তারা বলাবলি করছেন। এর আগে গত ২৭শে নভেম্বর জনপ্রশাসনে তিনটি স্তরে ৫৭০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে উপসচিব পদে ২২৭, যুগ্ম সচিব পদে ১৯৫ এবং অতিরিক্ত সচিব পদে ১৪৮ জনকে পদোন্নতি দেয়া হয়। লিয়েনে থাকায় উপসচিব পদে ২২, যুগ্ম সচিব পদে ৯ এবং অতিরিক্ত সচিব পদে ৩ জনের পদোন্নতির প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.