পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার নিজ ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ কথা বললেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা নিয়ে ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হবারও আহ্বান জানান তিনি।
পর্ন সাইট দেখলেই নাম প্রকাশ। সোমবার এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুক স্ট্যাটাস-কমেন্টে অনেকেই মন্ত্রীর সমালোচনা করেন।
তারানা হালিম’র ফেসবুক স্ট্যাটাস:
পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনোই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর। কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরনের ভিত্তিহীন রটনা পড়ে সত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন। সভ্যতা-ভদ্রতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়তো কোনো পদে আছি, কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো দুঃখ-কষ্ট, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?
মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুলত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।
সত্য হচ্ছে, আমরা দেশের ভেতরের পর্নসাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভেতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোনো ব্যক্তির নয়)। দেশের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইআইজি’রা পদক্ষেপ নেবে। যদিও রিপোর্টটি এখনো হাতে পাই নি।
বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কনটেন্ট পুরোপুরি ব্লক করা যায় না। যদি ৭০ ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।
আমি কিছু কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না।
আমি অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। পর্ন সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু’একদিন মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন এ কাজটি করি সবার আগে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.