উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মাঠে নামবে বার্সেলোনা। ইতোমধ্যে তারা গ্রুপ পর্বে শীর্ষে থেকেই নকআউট নিশ্চিত করেছে। তবু মঙ্গলবার রাতে সমর্থকদের সামনে গ্রুপ পর্বের ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতেই ন্যু ক্যাম্প ছাড়তে চান ম্যানেজার লুইস এনরিকে।
সোমবার সাংবাদিক সম্মেলনের বার্সার কোচ লুইস এনরিকে বলেন, ‘ম্যাচটা হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন নেই। জিতলে ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’
এনরিকের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘ক্লাসিকোয় ড্র করে ফুটবলারদের আত্মবিশ্বাসে কি চিড় ধরেছে?’
এক্ষেত্রে এনরিকের জবাব ছিল, ‘ক্লাসিকোর পর আমি কোনো সমর্থককেও দেখিনি, সে হতাশভাবে আমার দিকে তাকিয়েছে। স্কোরলাইন ১-১ হয়েছিল ঠিকই। কিন্তু আমরা তো হারিনি। হেরে যাওয়ার মতো খেলিওনি।’
এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় বার্সা। কেননা ঘরোয়া ফুটবলে টানা চারটি ম্যাচে ড্র করেছে তারা। স্প্যানিশ লা লিগায় মালাগা ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করার পর ছন্দে ফেরার লক্ষ্যে শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এলক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সা। তবে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইলো এনরিকের দল। মাঝপথে কোপা দেল রের শেষ ৩২-এর প্রথম লেগে দুর্বল হারকিউলেসের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে এনরিকের দল।
তবে মঙ্গলবারের ম্যাচের মূল আকর্ষণের কেন্দ্রে কিন্তু সেই লিওনেল মেসিই থাকবেন। কারণ, তার সামনে আবার নতুন কীর্তি গড়ার হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রোনালদো ১১ গোল করেছিলেন। এই কীর্তি ভাঙতে গেলে মেসিকে মঙ্গলবার হ্যাটট্রিক করতে হবে। এখনও পর্যন্ত দলের চার ম্যাচে তার গোলসংখ্যা নয়! এনরিকে বলেন, ‘মঙ্গলবার মেসি প্রথম থেকেই খেলবে।’
কিন্তু নেইমারকে এ ম্যাচে পাচ্ছে না বার্সা। আগের ম্যাচে কার্ড দেখে মনশেনগ্লাডবাখের বিরুদ্ধে নির্বাসিত তিনি। তার ওপর পেশিতেও চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.