বিখ্যাত চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক শওকত ওসমানের শততম জন্মবার্ষিকী আগামী ২রা জানুয়ারি। এ উপলক্ষে এরই মধ্যে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে। শওকত ওসমানের এ জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত নাগরিক নাট্যাঙ্গনও। তাদেরই প্রযোজনায় মঞ্চে আসছে বিখ্যাত এ লেখকের লেখা জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রীতদাসের হাসি’। আর সেটা নির্দেশনা দেবেন কিংবদন্তি অভিনেত্রী লাকি ইনাম। সে সঙ্গে অভিনয় করবেন তারই সুযোগ্য কন্যা অভিনেত্রী-নির্মাতা হৃদি হক। হৃদি হক বলেন, শওকত ওসমানের জন্ম শততম বার্ষিকী উপলক্ষে ‘ক্রীতদাসের হাসি’ শিরোনামে নাটকটির কাজ করছি। সব ঠিক থাকলে আগামী ২রা জানুয়ারি মঞ্চে উঠবে এটি। আমি নাটকটিতে নুরজাহান চরিত্রে অভিনয় করবো । সে সঙ্গে আশা করছি অনেক দর্শক সমাগমও হবে। কারণ এটি তারই লেখা বিখ্যাত একটি উপন্যাস। একই সঙ্গে আরো ভালো লাগছে, নাটকটি মা-ই নির্দেশনা দিচ্ছেন। সাধারণত মঞ্চের বেশিরভাগ নাটকই শিল্পকলা কিংবা বেইলি রোডের মহিলা সমিতিতে হয়। কিন্তু এটি যেহেতু শওকত ওসমানের জন্মবার্ষিকী উপলক্ষে করা হচ্ছে, তাই তার নামে গড়া শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে মঞ্চায়ন হবে। এমনটাই জানিয়েছেন হৃদি। এদিকে জনপ্রিয় এ অভিনেত্রী-নির্মাতা ধারাবাহিক ও খণ্ড নাটক নির্মাণ নিয়েও ব্যস্ত আছেন এখন। খুব শিগগিরই একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি সমপ্রতি গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবেও যোগ দিয়েছেন হৃদি হক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.