দেশের বাজারে টাইটান ব্র্যান্ড নামের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওকাপিয়া। আগামী বছরের শুরুতেই এ ফোনটি বাজারে আসবে। ওকাপিয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধাতব কাঠামোর ফোনটিতে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের ফোনটি হবে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমনির্ভর। ফোনটির এখনো দাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি।