দেশীয় পণ্যের বিজ্ঞাপনে হরহামেশাই দেখা যাচ্ছে মডেল-অভিনেত্রী অ্যানি খানকে। শুধু তাই নয়, মডেলিংয়ে বেশ সুনামও রয়েছে তার। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছেন অ্যানি। সমপ্রতি ওভালটিনের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন তিনি। পি স্পুনের নিদের্শনায় এতে তার সঙ্গে দেশীয় কজন শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীও কাজ করেছেন। বিজ্ঞাপনের শুটিং হয়েছে থাইল্যান্ডে। এ প্রসঙ্গে অ্যানি বলেন, দেশের অনেক বিজ্ঞাপনেই কাজ করেছি। সেগুলো অভিজ্ঞতা একই রকম। হয়তো কাজের ধরন আলাদা। ভিন্নতা থাকে। তবে ওভালটিনের কাজ করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার জন্ম হয়েছে। কাজটি আমি দারুণভাবে উপভোগ করেছি। বেশ ভালো লেগেছে। বিশেষ করে নির্মাতার কাজের ধরনটা আমার কাছে ব্যতিক্রম লেগেছে। সে সঙ্গে অনেক কিছু শিখেছিও। আশা করছি সবার ভালো লাগবে। এদিকে বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করছেন অ্যানি। সমপ্রতি ‘গো-বৎস’ নামের একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন এ মডেল-অভিনেত্রী। সজলের বিপরীতে অভিনয় করা এ নাটকে অ্যানিকে ফমিরন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি বলেন, এই প্রথমবারের মতো এমন একটি চরিত্রে কাজ করেছি। একটা অসহায় মেয়ে। যার স্বামীর কোনো টাকা পয়সা নেই। খুবই দরিদ্র। গল্পে এমনই দেখা যাবে। এটি বেশ ভিন্ন একটি গল্প। দর্শকের কাছে ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিকে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত অ্যানি। সমপ্রতি এসএ টিভিতে প্রচার চলতি ‘পরম্পরা’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। এছাড়া ‘ছোট বউ’ ও ‘চাপাবাজ’ নামের দুটি নতুন ধারাবাহিকের শুটিংও শুরু করেছেন অ্যানি। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় ছাড়াও উপস্থাপনায়ও সরব এ মডেল অভিনেত্রী। বর্তমানে এসএ টিভিতে ‘শাইন অন’ ও এশিয়ান টিভিতে ‘টি টাইম টি ব্রেক’ নামের দুটো অনুষ্ঠান সঞ্চালনা নিয়ে ব্যস্ত আছেন অ্যানি। ক্যারিয়ারের বেশির ভাগ সময় টিভি পর্দাতেই কাজ করে আসছেন তিনি। এর মধ্যে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তবে সেটি এখনো মুক্তির দেখা পায়নি। এ নিয়ে এখন আর কোনো প্রত্যাশাও নেই তার। নতুন করে চলচ্চিত্রে আসবেন কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যানি বলেন, এখন আর চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে নেই। আর্ট ঘরানার ছবি হলে করবো। এছাড়া আর কোনো পরিকল্পনা নেই। যতদিন পারি টিভি নাটক ও অনুষ্ঠান উপস্থাপনার মধ্যে থাকবো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.