বিশ্বে সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ জাপানে ২০১৬ সালে সাড়ে ৬ হাজারের বেশিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘটেছে প্রাণহানি, সর্তকতা জারি হয়েছিল সুনামির। সব মিলিয়ে বিশ্বে বিদায়ী বছরে ভূমিকম্পের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় সাড়ে তিনগুণ বেশি। জাপানের আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৮ ডিসেম্বর পর্যন্ত জাপানজুড়ে ছয় হাজার ৫৬৬ বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ২০১৫ সালে ছিল এক হাজার ৮৪২টি। ২০১১ সালে সুনামি-পরবর্তী সময়ে দেশটিতে সর্বোচ্চ দশ হাজারবার ভূমিকম্প অনুভূত হওয়ার রেকর্ড থাকলেও গত পাঁচ বছরের মধ্যে এ বছরই জাপানে এত বেশি সংখ্যকবার ভূমিকম্পের কবলে পড়েছে। গত এপ্রিলে ৬ দশমিক ৫ মাত্রার ও ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় সাড়ে তিন লাখ বাসিন্দার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশ। ওই দু’দিনের ভূমিকম্পে ৪৯ জন নিহত হন।
এরপর গত ২২ নভেম্বর দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এদিন দেশটিতে ১ দশমিক ৪ মিটারের সুনামি রেকর্ড করা হয়েছিল। জাপান ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালে কয়েক হাজার মানুষ প্রাণ হারানোর পর সরকার ভূমিকম্প রুখতে বেশকিছু পদক্ষেপও নিয়েছে।
২০১৬ সালের ভূমিকম্পের পরিসংখ্যান প্রকাশ করে আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, সাধারণ মানুষকে ভূমিকম্প ও সুনামি মোকাবেলায় আরও বেশি কৌশলী হতে হবে। যে কোনো সময় জাপানে ভূমিকম্প মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.