দীর্ঘদিন ধরেই টিভি নাটকে অভিনয়, উপস্থাপনা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ভিন্ন ভিন্ন নাটকে নিজেকে নানারূপে হাজির করে দর্শক আলোচনায় বরাবরই থাকছেন তিনি। এবার আরো অন্যভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত হয়েছেন এ অভিনেত্রী। আর সেজন্য নিজের অনেকটা পরিবর্তনও করেছেন মৌটুসী। বিশেষ করে শারীরিক গঠনে বেশ পরিবর্তন এনেছেন তিনি। কি সে পরিবর্তন জানতে চাইলে তিনি বলেন, দশ কেজি ওজন কমিয়েছি। গত বেশ কিছুদিনের প্রচেষ্টা সফল হয়েছে। এখন অন্যরকম এক লুক নিয়ে এসেছি। তবে কোনো সিনেমায় কাজ করার জন্য নয়। সামনে কিছু নতুন নাটকের চরিত্রের প্রয়োজনে আমাকে কাজটি করতে হয়েছে। নাটকের জন্য ওজন কমিয়েছেন মৌটুসী। তবে তার এ সাধনা শুধু নাটকেই নয়, আরেকটি কাজে লেগে গেছে। আর সেটা হলো প্রায় ৮ বছর পর র্যাম্পে হেঁটেছেন এ অভিনেত্রী। গত মাসে খাদি ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন তিনি। সেখানেই র্যাম্পে হেঁটে বেশ প্রশংসা পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক বছর পর র্যাম্পে হাঁটলাম। হবে প্রায় ৮ বছর পর। ওজন কমানোর সাধনাটা আগেই কাজে লেগে গেল। তবে সবাই খুব প্রশংসা করেছেন। আমারো আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। এদিকে বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মৌটুসী। এগুলো হলো এস এ হক অলীকের পরিচালনায় ‘আয়না ঘর’, মাসুদ সেজানের ‘চলিতেসে সার্কাস’ ও আলভী আহমেদের ‘দ্যা কর্পোরেট’। এছাড়া তার অভিনীত শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘একঝাঁক মৃত জোনাকি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও নিয়মিত অভিনয় করছেন মৌটুসী। সম্প্রতি ‘প্রাপ্তি’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘ফ্ল্যাশব্যাক’ নামের আরেকটি খন্ড নাটকের কাজ হাতে রয়েছে তার। অভিনয়ের সঙ্গে মডেলিংও নিয়মিত করছেন এ অভিনেত্রী। কিছুদিন আগে রেড কাউ মিল্ক পাউডারের বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। বর্তমানে সেটি বিভিন্ন চ্যানেলে প্রচারও চলছে। সে ধারবাাহিকতায় সম্প্রতি একটি খাতার বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এসবের পাশাপাশি উপস্থাপনায়ও সরব মৌটুসী। কিশোরদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠানের কাজ শেষ করেছেন সম্প্রতি। ‘দূরন্ত কৈশর’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হবে চারটি চ্যানেলে। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, কিশোরদের নিয়ে করা এ কাজটি দারুণ লেগেছে। দর্শক উপভোগ করবেন বলেই আমি বিশ্বাস করি। এ অনুষ্ঠানে বেশ কজন বিশিষ্ট ব্যক্তি অতিথি হিসেবে থাকবেন। এদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, মামুনুর রশিদ সহ আরো কয়েকজন। আশা করছি সবার ভালো লাগবে অনুষ্ঠানটি। নাটক, বিজ্ঞাপন কিংবা উপস্থাপনায় নিয়মিত হলেও মূলত নাটকের প্রতিই ধ্যান-জ্ঞান মৌটুসীর। কিন্তু এখনকার ধারাবাহিক নাটক নিয়ে প্রায়ই বিতর্ক শোনা যায় নানা মহলে। ভালো নাটক হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এ ব্যাপারে কি ভাবছেন মৌটুসী। তিনি বলেন, দেখুন এ সময়টা এমনিতে আমাদের জন্য খারাপ বললে হয়তো ভুল হবে না। নাটকে এখন অনেকটাই হালছাড়া ভাব। কোনো নাটকের গল্প যেন এগুতে চায় না। চ্যানেল থেকে প্রিভিউ করা এবং অতিরিক্ত বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন জাগে প্রায়ই। অভিনয় শিল্পীদের যা পারিশ্রমিক অনেক কাজ হাতে না নিলে খরচ পোষানো কঠিন হয়ে যায়। নির্মাতা কিভাবে বাজেট নিয়ন্ত্রণ করবে, এপিসোড কিভাবে নামাবে এ নিয়ে একটা যুদ্ধ চলে। চ্যানেল থেকেও আজকাল তাদের পছন্দের শিল্পী নিতে বলা হয়। এতে করে অনেক শিল্পী ভালো কাজ করতে চেয়েও সুযোগ কম পাচ্ছে। এসব নিয়ে সবার ভাবা উচিৎ বলে আমি মনে করি। তবে এটা ঠিক অনেকে বলেন, ভালো বাজেট না থাকায় কাজ ভালো হচ্ছে না। আমি বিষয়টার সঙ্গে একমত হলেও আরেকটি বিষয় যোগ করতে চাই। ভালো বাজেটের পাশাপাশি সবার ইচ্ছাটাও থাকতে হবে। এদিকে সম্প্রতি টিভি নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন একজোট হয়ে নানা আন্দোলন করেছে। একজন শিল্পী হিসেবে মৌটুসীও সেসব আন্দোলনের সমর্থনে রয়েছেন। তবে একটু নিরবেই আছেন তিনি। মৌটুসী বলেন, আমি এফটিপিওর সব আন্দোলনে সমর্থন জানাই। সবার সঙ্গে ছিলাম, আছি। তবে একটু নিরবেই থাকি। ৩০শে নভেম্বর শহীদ মিনারের সমাবেশে অংশ নিয়েছিলাম। এছাড়া আর তেমন যাওয়া হয়নি। তবে আমার সমর্থন আছে সবকিছুতে। আসলে পিক আওয়ারে নাটকের পরিবর্তে বিদেশী সিরিয়াল প্রচার আমাদের জন্য হুমকি ছাড়া আর কিছুই নয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.