ইরানকে হারানোর পরই চূড়ান্ত পর্বে চোখ রাখে বাংলাদেশ। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনের আগেই জনতার মন জিতে নিয়েছে মেয়েরা। তিন ম্যাচে ১৮ গোল। এই মেয়েদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। বাংলাদেশের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে কিরগিজস্তানের কোচও বলছেন, ‘বাংলাদেশের এই মেয়েরা অনেক দূর যাবে। চূড়ান্ত পর্বে ওরাই যাবে মনে হচ্ছে।’ চূড়ান্ত পর্বে যাওয়ার পথে মার্জিয়াদের একমাত্র বাধা চাইনিজ তাইপে। গ্রুপে দুর্দান্ত খেলা দলটির বিপক্ষে আজ জিতলেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত হবে বাংলাদেশের। সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে দুর্বল আরব আমিরাতের সঙ্গে ড্র করলেই স্বপ্ন পূরণ হবে মার্জিয়া সানজিদাদের। তবে এই ম্যাচে ড্র কিংবা হারলে স্বপ্ন পূরণ কঠিন হয়ে যাবে বাংলাদেশের। স্বপ্ন পূরণের এই ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে সকাল ১১টায় ইরানের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও কিরগিজস্তান খেলবে আরব আমিরাতের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এখন শীর্ষস্থানে তাইপে। তিন জয়ে দলটির সংগ্রহ ৯ পয়েন্ট। সমান পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু গোল গড়ে সামান্য পিছিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সমীকরণ তাই পরিষ্কার ২০১৭ সালে চীনে অনুষ্ঠিত মূলপর্বে যেতে হলে তাইপেকে হারানোর বিকল্প নেই কৃষ্ণাদের। কঠিন বৈতরণী; তবে পার হওয়া নিয়ে চিন্তিত নন কোচ ছোটন। এ ব্যাপারে তিনি বলেন, ‘চীনা তাইপে কঠিন প্রতিপক্ষ। ওদের খেলা আমি দেখেছি। তবে দল যতই কঠিন হোক আমরা চিন্তিত নই। প্রথম তিন ম্যাচে যেভাবে খেলেছি, এই ম্যাচেও সেভাবেই খেলবো। আক্রমণাত্মক খেলা দিয়েই জয় তুলে আনবো। দলকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে।’ ছোটনের মতে মহিলা ফুটবলের জন্য আজকের ম্যাচটি একটি টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জিততে পারলেই পাল্টে যাবে এদেশের মহিলা ফুটবল। তার বিশ্বাস সানজিদা মার্জিয়ারা সেটা পারবেন। ‘আমি মেয়েদের একটা কথাই সবসময় বলি, তোমরাই দেশের মহিলা ফুটবলের চেহারা পাল্টে দিচ্ছো। সুতরাং এই ম্যাচটা তোমরা দেশের জন্য খেলো। তোমাদের মা-বাবার জন্য খেলো। যাদের ছেড়ে দীর্ঘদিন ধরে তোমরা এই ক্যাম্পে পড়ে আছো’-বলেন তিনি। এই ম্যাচের জন্য দলকে একটু আলাদাভাবে তৈরি করেছেন মহিলা ফুটবলের সফল এই কোচ। আগের তিন ম্যাচে কোনো রকম পরীক্ষায় না পড়া গোলরক্ষক ও ডিফেন্ডারদের নিয়ে আলাদা কাজ করেছেন তিনি। মেয়েদের কাছে এমন প্রত্যাশা বাড়তি চাপ হবে কিনা জানতে চাইলে ছোটন বলেন, এই মেয়েরাই কিন্তু গত দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। সুতরাং ফাইনাল ম্যাচের চেয়ে প্রেসার ম্যাচ আর কোনোটা হতে পারে না। শুধু নিজের কৌশলই না প্রতিপক্ষের চারজন ফুটবলারকে রুখে দেয়ারও ছক কষে বাংলাদেশের এই কোচ। ওদের পাঁচ নাম্বার হি জিন ওয়ং, সাত নাম্বার ওয়া ইং জু ১১ নাম্বার নাইচ চাং ইয়ং ও ২০ নাম্বার জাং ইং জিংকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবে আমার। এদিকে বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে গতকাল সকালে অনুশীলন করেছে চাইনিজ তাইপে। ঘণ্টা খানেকের এই অনুশীলনে তারা কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেননি। কৌশলগত কারণে নাম্বারযুক্ত জার্সিও পরেননি দলটির ফুটবলাররা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে স্বাগতিকদের চেয়ে একটু বাড়তি সুবিধা পাচ্ছে চাইনিজ তাইপে। গ্রুপের তিন ম্যাচে ২১ গোল করেছে দলটি। বাংলাদেশ করেছে ১৮টি। এ কারণেই আজ ড্র করলে কিছুটা এগিয়ে থাকবে চাইনিজ তাইপে। তবে এসব সমীকরণ আমলে নিতে চান না বাংলাদেশের ছোট্ট কিশোরীরা। ওরা যত কৌশলই অবলম্বন করুক না কেন? জিতবো আমরাই বলেন দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। সানজিদা, মার্জিয়া, মারিয়া মান্তা, মাসুরা, সামসুন্নাহার, মাহমুদারাও স্বপ্ন দেখেন অস্ট্রেলিয়ার সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত তিন ম্যাচে করেছে ৫০ গোল। ফিলিস্তিনকে ২৮, হংকংকে ১৪, ইরাককে দিয়েছে ৮ গোল। সেই অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, চীনের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলতে পারা হবে বিরাট অর্জন। আগামীকাল চূড়ান্ত পর্বের ভেন্যু ঠিক হওয়ার কথা। ‘সি’ গ্রুপের টেবিল দেশ ম্যাচ জয় ড্র হার প. গোল চাইনিজ তাইপে ৩ ৩ ০ ০ ৯ ২১/১ বাংলাদেশ ৩ ৩ ০ ০ ৯ ১৮/০ ইরান ৩ ২ ০ ১ ৬ ১৪/৩ আরব আমিরাত ৩ ০ ১ ২ ১ ১২/২ সিঙ্গাপুর ৩ ০ ১ ২ ১ ১৬/২ কিরগিজস্তান ৩ ০ ০ ৩ ০ ২৬/১
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.