ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামবে, এই ভয়ে সরকার শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অনুমতি দেয়নি। সরকারের আচরণে প্রমাণিত হয়েছে, তারা জনগণকে ভয় পায়। গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দিয়েছে। তাঁর প্রস্তাব অবিলম্বে মেনে নিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠন করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সরকার বিরোধীদলীয় জোটের জন্য মিছিল ও সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই আচরণ কখনো গণতন্ত্রের জন্য শুভ নয়।