গত রোববারই ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’ জানিয়েছিল, আর্থিক কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনে অপারগতা জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। তখনই শঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত এই ম্যাচটি হবে? আশার কথা, সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন এইচসিএর সচিব কে জন মনোজ। এই টেস্ট আয়োজনে যথেষ্টই প্রস্তুত তাঁরা।
আজ সোমবার ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনে হায়দরাবাদের অপারগতার যে খবরটি প্রকাশ হয়েছিল, তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এইচসিএ সচিব কে জন মনোজ। শুধু একটি টেস্টেই নয়, একটি প্রস্তুতি ম্যাচও আয়োজনের জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন।
এই সম্পর্কে ভারতীয় আরেক সংবাদমাধ্যম পিটিআইকে মনোজ বলেন, ‘আমরা কখনোই এই টেস্ট ম্যাচ আয়োজনে অপারগতার কথা বলিনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমরা জানি না কারা এই গুজব ছড়াচ্ছে। ম্যাচটি আয়োজনের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে। তাই আমি বলতে চাই, আমরা এই টেস্ট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।’
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি হওয়ার কথা। অবশ্য মুশফিক-তামিমরা এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। ২৪ জানুয়ারি কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই, ভারত সফরে যাওয়ার কথা তাদের।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ভারতের বিপক্ষেই অভিষেক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর ভারত সফরের কোনো আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। যদিও আইসিসির সূচি অনুযায়ী গত বছর আগস্টে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিসিসিআই সফরটি পিছিয়ে এই ফেব্রুয়ারিতে নিয়ে আসে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.